অনলাইন সীমান্তবাণী ডেস্ক পিরোজপুর জেলার কৃষকদের মাঝে আমন চাষে প্রণোদনা দেয়ার লক্ষ্যে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩৩ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দিয়েছে।
জেলার ৭ উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এ প্রণোদনা বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে। প্রতিজন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে। এ প্রণোদনা বিতরণে ২৫ মেট্রিকটন বীজ, ৫০ মেট্রিকটন ডিএপি ও ৫০ মেট্রিকটন এমওপি সারের প্রয়োজন হবে। ২০২৩-২০২৪ মৌসুমে উফশী আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়ানিক সার সরবরাহের নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ থেকে সার ও বীজ ক্রয় এবং পরিবহন খরচ পরিশোধ করা হবে। পিরোজপুর সদর উপজেলায় ৭শতজন, ইন্দুরকানীতে ৬শত জন, কাউখালীতে ৫শত জন, নেছারাবাদে ৭ শত জন, নাজিরপুরে ৬শত ৫০ জন, ভান্ডারিয়ায় ৮শত জন এবং মঠবাড়িয়ায় ১ হাজার ৫০ জন কৃষক এ প্রণোদনার বীজ ও সার পাবে। ইতোমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয় উপজেলা ওয়ারি বিভাজন সম্পন্ন করেছে। পিরোজপুরের কৃষি প্রণোদনার বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেয়া হবে। তিনি বলেন সরকারের এ প্রণোদনার সার ও বীজ পেয়ে কৃষকদের মাঝে আমন চাষে উৎসাহ সৃষ্টি হবে এবং এর ফলে অধিক পরিমাণ জমিতে আমন চাষ ও চাল উৎপাদন সম্ভব হবে।
Leave a Reply