November 27, 2025, 7:21 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মুরাদ হাসান নামের এক যুবক প্রেম-ভালোবাসায় এক তরুণীর সাথে গোপনে বিয়ের কাবিনামা সম্পাদন করছিল। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হলে স্ত্রীর স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক মুরাদ হাসান। বাধ্য হয়ে ওই তরুণী স্বামীর দাবিতে অবস্থান শুরু করেছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের মুরাদ হাসানের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই তরুণীর অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের হারুন প্রধানের ছেলে মুরাদ হাসান একই ইউনিয়নের আকবরনগর গ্রামের এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে প্রেমিক মুরাদ হাসান গোপনে প্রেমিকাকে কাবিনমূলে বিয়ে রেজিষ্ট্রি করে। বর্তমানে তাদের রেজিষ্ট্রির কথাটি জানাজানি হলে মুরাদ হাসান ওই মেয়েকে আর ঘরে তুলবে না এবং স্ত্রীর স্বীকৃতি দিবে না বলে জানান।

এদিকে প্রেমিকা কোন পথ খুঁজে না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক মুরাদ হাসানের বাড়িতে গেলে মুরাদের পরিবারের লোকজন মুরাদকে বাড়ি থেকে সরিয়ে দেন এবং মেয়েটিকে টানাহেচড়া করাসহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে প্রেমিকা তরুণী জানায়, রেজিষ্ট্রি করার পর থেকে মুরাদ হাসান প্রায় রাতেই তার সাথে রাতযাপন করতো। তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে না তুললে এই বাড়ি ছাড়বে না।

এব্যাপারে হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাহারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে দুই পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে। তবে, মেয়েটি বর্তমানে ওই বাড়িতেই অবস্থা করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page