November 27, 2025, 6:05 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

জাপানে নির্যাতিত পুরুষদের জন্য হটলাইন চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যৌন নির্যাতনের শিকার পুরুষদের জন্য হটলাইন চালু করতে চলেছে জাপান। সম্প্রতি দেশটির বৃহত্তম বয়ব্যান্ড এজেন্সি যৌন কেলেঙ্কারি স্বীকার করে নেওয়ার পর এই উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে বিশেষ এই হটলাইন। এর মাধ্যমে নির্যাতিত বালক ও পুরুষরা নিজেদের অভিজ্ঞতার কথা ভাগাভাগি করতে পারবেন।

এ প্রসঙ্গে জাপানের শিশুনীতির দায়িত্বে থাকা মন্ত্রী আয়ুকো কাতো বলেছেন, আমরা আশা করি, ভুক্তভোগীরা নিরাপদবোধ করবে এবং বিনা দ্বিধায় পরামর্শ নিতে পারবে।

জাপানের বিখ্যাত বয়ব্যান্ড এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস। এ মাসে প্রথমবারের মতো তারা স্বীকার করেছে, সংস্থাটির প্রতিষ্ঠাতা জনি কিতাগাওয়া কয়েক দশক ধরে তরুণ রিক্রুটদের যৌন নির্যাতন করেছিলেন।

২০১৯ সালে ৮৭ বছর বয়সে মারা যান কিতাগাওয়া। তার হাত ধরেই গড়ে উঠেছে এসএমএপি, টোকিও, আরাশির মতো জনপ্রিয় জে-পপ ব্যান্ডগুলো।

সংগীততারকা হওয়ার আশায় তার কাছে আসা তরুণদের কিতাগাওয়া যৌন নির্যাতন করেন, এই অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আসে ১৯৯৯ সালে।

কিন্তু চলতি বছরের আগে এ নিয়ে খুব বেশি তদন্ত হয়নি। সম্প্রতি বিবিসির একটি প্রামাণ্যচিত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য প্রচারের পর এ বিষয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

যৌন নির্যাতনের শিকার নারী-পুরুষ উভয়ের জন্যই ২৪ ঘণ্টার হটলাইন চালুর ঘোষণা দিয়েছে জাপান সরকার। তবে প্রশাসনের এক কর্মকর্তা এএফপি’র কাছে আশঙ্কাপ্রকাশ করেছেন, পুরুষ ভুক্তভোগীরা হয়তো এই সেবা নিতে অনাগ্রহী হতে পারে।

নতুন হটলাইন শিশুদের যৌন নির্যাতন মোকাবিলায় জাপান সরকারের ‘জরুরি পরিকল্পনার’ একটি অংশ বলে জানানো হয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ



Our Like Page