January 13, 2026, 5:46 pm
শিরোনামঃ
ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড : ডিআইজি পে-স্কেল বাস্তবায়নে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার : অর্থ উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন বন্ধে ইসির নির্দেশনা  গানম্যান পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে : পরিকল্পনা উপদেষ্টা যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার জালের ফাঁদ জব্দ চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

গত ২৩ বছরে ১ লাখ ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, দখলদার ইহুদিবাদী ইসরাইল সরকার ২০০০ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক লাখ ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। ২০০০ সালে আল-আকসা ইন্তিফাদা শুরু হয়।

বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক ফিলিস্তিনের এ কমিশন এক প্রতিবেদনে বলেছে, ইসরাইল রেজিম ফিলিস্তিনি সমাজের সব অংশ থেকেই লোকজনকে আটকে রেখেছে।প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে ২১ হাজার শিশু এবং ২৬০০ তরুণী ও নারীকে ইসরাইলি বাহিনী আটক করেছে।

এর মধ্যে চার নারীকে কারাগারে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে সন্তান প্রসব করতে হয়েছে। কমিশন আরো জানিয়েছে যে, ফিলিস্তিনি সংসদ সদস্যদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী এবং কয়েকশ শিক্ষাবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজ ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের গ্রেফতার করা হয়েছে।২০০০ সাল থেকে এই ধরনের ৩২ হাজারের বেশি আটকাদেশের কথা উল্লেখ করে প্রতিবেদনে বরা হয়েছে, প্রশাসনিক আটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদনের এক জায়গায় বলা হয়েছে, বর্তমানে প্রায় ৫,২০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে ইসরাইলের হাতে। এই সংখ্যার মধ্যে রয়েছে ৩৮ জন নারী, প্রায় ১৭০টি শিশু, ১০৫০ জনের বেশি প্রশাসনিক বন্দি এবং ৭০০ অসুস্থ বন্দী, যার মধ্যে ২৪ জন ক্যান্সারে আক্রান্ত।

প্রশাসনিক আটাকাদেশের আওতায় ইসরাইলি সেনারা যেকোনো ফিলিস্তিনিকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে আটকে রাখতে পারে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page