অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে আজ শনিবার ভোর থেকে আকস্মিক অতর্কিত হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে ৫ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ২ হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এতে এখন পর্যন্ত ৫ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট ইতিমধ্যে একে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যদিকে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে এরই মধ্যে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে সেনা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল এ যুদ্ধে জিতবে। আজ সকালে হামাস বড় ধরনের ভুল করেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। প্রতিটি জায়গা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে লড়ছে। আমি সকলে ইসরায়েলিদের বলব তারা যেন নিরাপত্তা নির্দেশনা মেনে চলে। ইসরায়েল রাষ্ট্র এ যুদ্ধে জিতবে।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে এটি হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা।

অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।