অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের ঘটনা ঘটেছে। এঘটনায় স্বামী শহিদুল ইসলাম ওরফে রিয়াজ (৪০) ও কথিত প্রেমিক রুবেলকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুগদার মান্ডা এলাকায়। নিহতের নাম পিংকি (৩০)।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মান্ডার ঝিলপার আলী কদমে নিজ বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ।
তিনি বলেন, শুক্রবার সকালে আমরা খবর পেয়ে মুগদা থানার মান্ডা ঝিলপার আলী কদমের বাসায় যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে রিয়াজকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রিয়াজ দাবি করেন, রুবেল নামে একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী পরকীয়া করে আসছিলেন। এর জেরে ঘটনার দিন সকালে ঘুমের মধ্যে পাথরের পুতা দিয়ে তার স্ত্রীর মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় কথিত প্রেমিক রুবেলকে আটক করা হয়েছে। এছাড়া মুগদা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।