ফিলিস্তিনি পার্লামেন্ট স্পিকার আহমাদ বাহার
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ ও ভারপ্রাপ্ত পার্লামেন্ট স্পিকার আহমাদ বাহারের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, এ হত্যাকাণ্ডের মাধ্যমে নিজের অপরাধী চরিত্র বিশ্ববাসীর সামনে আরো বেশি উন্মোচন করে দিয়েছে তেল আবিব।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শনিবার) এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি আহমাদ বাহারের শাহাদাতের ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃবৃন্দের পাশাপাশি তার পরিবার ও ফিলিস্তিনি জাতির প্রতি সমবেদনা জানান।
হামাস গতকাল (শনিবার) এ খবরের সত্যতা নিশ্চিত করে যে, গাজা-ভিত্তিক ফিলিস্তিন সরকারের ডেপুটি স্পিকার ও ভারপ্রাপ্ত স্পিকার এবং হামাসের পলিটব্যুরো সদস্য আহমাদ বাহার (৭৬) শুক্রবার ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন।
কানয়ানি বলেন, বর্ণবাদী ইসরাইল সরকার টানা ৪০ দিনেরও বেশি সময় ধরে নিজের নোংরা চরিত্র উন্মোচন করে দিয়ে ফিলিস্তিনি আইন পরিষদের ভারপ্রাপ্ত স্পিকারসহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ইরানের এই মুখপাত্র বলেন, ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের কবল থেকে তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের যে সংগ্রাম শুরু করেছে গাজাবাসীর ওপর নির্মম গণহত্যা চালিয়ে তা বন্ধ করা যাবে না। তিনি গাজায় ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। কানয়ানি বলেন, প্রতিটি আন্তর্জাতিক সংস্থার উচিত নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Leave a Reply