January 13, 2026, 12:12 pm
শিরোনামঃ
পে-স্কেল বাস্তবায়নে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার : অর্থ উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন বন্ধে ইসির নির্দেশনা  গানম্যান পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে : পরিকল্পনা উপদেষ্টা যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার জালের ফাঁদ জব্দ চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ ; তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি মিয়ানমার রোহিঙ্গাদের জীবনকে বিভীষিকাময় করে তুলেছে ; আইসিজেকে গাম্বিয়া 
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা নিতে হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহিয়ান (বামে) হাকান ফিদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার ক্ষেত্রে আরো দৃঢ় ভূমিকা রাখার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ আহ্বান জানিয়েছেন।

গতরাতে এক টেলিফোন সংলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা পরিস্থিতির পাশাপাশি ইরান ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

এ সময় আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান ও তুরস্কসহ অন্যান্য মুসলিম দেশের উচিত ফিলিস্তিনি জাতির সমর্থনে আরো শক্তিশালী ভূমিকা পালন করা।” তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যাতে গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর আর পাশবিকতা চালাতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইরান ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীরা এমন সময় এ ফোনালাপ করলেন যখন ইসরাইলি সেনারা গত ৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ১৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ৭ অক্টোবর গাজার যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে তুফান আল-আকসা অভিযান চালানোর পর ইহুদিবাদী সেনারা গাজার ওপর ধ্বংসযজ্ঞ শুরু করে।

তবে গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে  এবং এর আওতায় গত দু’দিনে ২৬ ইসরাইলি ও ৭৮ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন। ইহুদিবাদী সেনারা গাজার পাশাপাশি পশ্চিম তীরেও আগ্রাসন জোরদার করেছে এবং ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আমির-আব্দুল্লাহিয়ান। এ সম্পর্ক ক্রমে আরো শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি তেহরানের সঙ্গে আঙ্কারার সম্পর্ক আরো শক্তিশালী করারও আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page