November 28, 2025, 2:57 am
শিরোনামঃ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব পাঁচদিনের মাথায় ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ আমাকে যারা চেনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সহকারী শিক্ষকদের ‘শিক্ষা ক্যাডারে’ অন্তর্ভুক্ত না করলে সরকারি স্কুল শাটডাউন  দর্শনা কেরু চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবীতে বিক্ষোভ প্রদর্শন টেকনাফের সেন্টমার্টিন থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি মাচা পদ্ধতিতে গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল টমেটো চাষে সফল জীবননগরের কৃষকরা  ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ এখনও হামাসের হাতে : ইসরায়েলি গণমাধ্যম তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
এইমাত্রপাওয়াঃ

ভারতের বেঙ্গালুরুতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি ; শহরজুড়ে আতঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বেঙ্গালুরুর আরও ২৯টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) সকালের দিকে ১৫টি স্কুলে বোমা হামলার হুমকির খবর পাওয়া যায়। এ নিয়ে মোট ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে ইমেইলে এই হুমকি দেওয়া হয়। এতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শহরজুড়ে। যদিও পুলিশ বলছে, আতঙ্কের কোনো কারণ নেই।

শুক্রবার সকালে স্কুল খোলার পরপরই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের বেসরকারি স্কুলগুলোতে এই ইমেইল পৌঁছায়। ওই ইমেলে দাবি করা হয়, সবকটি স্কুলে বোমা রাখা আছে। যে কোনো সময় স্কুলগুলোতে বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেইল পাওয়ার পর স্কুলগুলোতে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে স্কুলে ছুটে যান। আতঙ্ক আরও বাড়ে।

ওই হুমকি ইমেইল প্রথমে যায় খোদ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাড়ির সামনের স্কুলে। তার পর জানা যায় শহরের অন্য প্রান্তে আরও ৪৩টি স্কুলে এই ধরনের ইমেইল গেছে। সঙ্গে সঙ্গে মাঠে নেমে যায় বেঙ্গালুরু পুলিশ সবকটি স্কুলেই প্রাথমিকভাবে তল্লাশি চালানো হয়েছে। এখনো তল্লাশি অভিযান চলছে।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, কোনো স্কুলে বিস্ফোরক পাওয়া যায়নি। এটা আসলে ভুয়া হুমকি। গত বছরও এই ধরনের ইমেইল এসেছিল। তবে এই ইমেইলগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সব স্কুলেই তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিভাবকদের উদ্দেশে বেঙ্গালুরু পুলিশের আশ্বাস, এই ধরনের হুমকিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কে বা কারা এই ধরনের ইমেল পাঠাচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: এনডিটিভি

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page