অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট সুফিয়ান তাইয়েহকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত শনিবার ফিলিস্তিনের উচ্চশিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
গাজা নগরীর ৩০ কিলোমিটার উত্তর-পূর্বের আল-ফালুজা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সপরিবার নিহত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী। পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সুফিয়ান পদার্থবিদ্যা ও ফলিত গণিতের খ্যাতিমান গবেষক ছিলেন।
বিশ্ববিদ্যালয়টি আরও বলছে, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে সুফিয়ানকে বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাখা হয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনে ভৌত, অ্যাস্ট্রোফিজিক্যাল ও মহাকাশ বিজ্ঞানবিষয়ক ‘ইউনেসকো চেয়ার’ মনোনীত হয়েছিলেন সুফিয়ান।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বিজ্ঞানীদের হত্যার অভিযোগ পুরোনো।
হামাসের অভিযোগ, ২০১৬ সালে তিউনিসিয়ায় তাদের ড্রোন বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়ারিকে গাড়িতে বসা অবস্থায় গুলি করে হত্যার ঘটনার পেছনে ছিল মোসাদ।
২০১৮ সালের এপ্রিলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গুলি করে হত্যা করা হয় ফিলিস্তিনি তরুণ বিজ্ঞানী ফাদি আল-বাতশকে (৩৫)। ঘটনার দিন তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।
Leave a Reply