September 15, 2025, 12:41 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক  মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ; ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয় শপথ নিলেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীরা যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

গাজায় ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে : প্রেসিডেন্ট রায়িসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।

সাক্ষাতে দুই প্রেসিডেন্ট ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন নিয়ে আলোচনা করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজা এখন এমন একটি ভূখণ্ডে পরিণত হয়েছে যেখানে প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে। কাজেই অবিলম্বে এই নির্বিচার বোমাবর্ষণ বন্ধ করে এর একটি সমাধানসূত্র বের করা দরকার।  তিনি আরো বলেন, ফিলিস্তিনে আজ যা ঘটছে তা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয়।

রায়িসি বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এটি আরো দুঃখজনক যে, যেসব আন্তর্জাতিক সংস্থাকে গঠন করা হয়েছিল মানবাধিকার রক্ষার জন্য সেসব সংস্থা এখন তাদের কার্যকারিতা চরমভাবে হারিয়েছে। তিনি বলেন, আজ বিশ্ব মানবতাকে সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন একক আধিপত্যবাদ ও বৈশ্বিক অন্যায় ব্যবস্থা যার নগ্ন ফলাফল গাজা উপত্যকায় প্রকাশিত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য সফরে এসে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে যাওয়ার পরদিনই তার সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করলেন প্রেসিডেন্ট রায়িসি। মধ্যপ্রাচ্য সফরে গাজা ও ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি পুতিন ওপেকের পক্ষ থেকে তেলের দাম বৃদ্ধির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

মস্কো সাক্ষাতে রায়িসি পুতিনকে বলেন, “আমরা তো আপনাকে বহনকারী ফ্লাইট তেহরানে অবতরণ করবে বলে অপেক্ষার প্রহর গুণছিলাম।” জবাবে পুতিন বলেন, “আমার ফ্লাইট যখন ইরানের আকাশ দিয়ে যাচ্ছিল তখন আমি সরাসরি তেহরানে অবরতণ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হলো যে, ইরানের প্রেসিডেন্ট মস্কো যাচ্ছেন!”

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমি মস্কোয় আপনাকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। আমরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছি।”

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়েও কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শুল্কমুক্ত বাণিজ্য বিনিময়ের উপায় নিয়ে রাশিয়া কাজ করছে। ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন। তিনি প্রেসিডেন্ট রায়িসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে তার শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page