অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। এর পাশাপাশি তিনি তেল আবিবের প্রতি যেকোনো ধরনের সামরিক সমর্থনের অবসান ঘটানোর দাবি জানান। জাহরা এরশাদি বলেন, গাজায় শত্রুতাপূর্ণ তৎপরতা পুরোপুরি বন্ধ করতে হবে।
গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ইরানি এ কূটনীতিক এসব কথা বলেন। বৈঠকে গাজায় জাতিসংঘের সমন্বিত ত্রাণ তৎপরতা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
জাহরা এরশাদি বলেন, গাজায় দখলদার ইসরাইল যে পরিস্থিতি তৈরি করেছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জ ও মানবিক ত্রাণ সরবরাহের ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েছে।
তিনি বলেন, “২০০৭ সালের পর থেকে গাজা উপত্যকা এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং প্রতিদিন সেখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের প্রতিদিনের বর্বরতার কারণে গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। সেখানে হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল এবং সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো ইসরাইলি বর্বরতার হাত থেকে রক্ষা পাচ্ছে না।”
Leave a Reply