ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডে নৌকা তৈরি করে ভোট করাই ভিডব্লিউবি কর্সসুচির চাউল পেলেন না কুলসুম নেছা নামের এক ভুক্তভোগী।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বামী শুকুর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন।
আবুল কালাম আজাদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান এবং আসন্ন ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের ইউপি নির্বাচনী প্রধান।
লিখিত অভিযোগে শুকুর আলী জানান, আমি ভিডব্লিউবি কর্সসুচির উপকারভোগী নির্বাচনের চুড়ান্ত তালিকার ২৩/২৪ অর্থ বছরে অনলাইন ক্রমিক ৪নং সদস্য। চলতি বছরের জানুয়ারী হতে অক্টোবর পর্যন্ত সন্চায়ের নিয়ম অনুয়ারি ২২০ টাকা জমা করে ৩০ কেজি চাউল পেয়ে সংসার চালাই।
আজ বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে চাউল আনতে গেয়ে নৌকা তৈরি ও নৌকায় ভোট করাই আমার স্ত্রীকে চাউল দেয়নি বরং অপমান করে তাড়িয়ে দিয়েছে।
বাড়ি ফিরে এসে আমার স্ত্রী হাওমাও করে কান্নাকরে বলছে নৌকা তৈরির অভিযোগে আমাকে চাউল দেয়নি।
শুকুর আলী বলেন, ঘটনা জানার পর আমি, চেয়ারম্যানকে জানালে তিনি বলেন, তুই নৌকায় ভোট করছিস, নৌকা তৈরি করছিস তাই তোকে চাল দেওয়াত হবে না। আমি আরো ৪ বছর চেয়ারম্যান থাকবো দেখি কে তোকে চাল দেয়।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রিসিভ করেননি।
অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে লিখিত অভিযোগ দিতে বলেছি, অবশই তদন্তকরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply