অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, মার্কিন হুমকির কারণে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে।
গতকাল (মঙ্গলবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে মোহাম্মদ আলী আল-হুথি এই ঘোষণা দেন। তিনি জানান, আমেরিকা ওমানি ব্যাকচ্যানেলের মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে ‘ফ্রন্ট’ গড়ে তোলার হুমকি দিয়েছে। এই কর্মকর্তা বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার যেকোন “চক্রান্ত বা মূর্খতা” ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি আরো বলেন, ইয়েমেনি জনগণ “গাজাবাসীকে সমর্থন দেয়া থেকে “নিবৃত্ত হবে না”।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে ইয়মিনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজে হামলা শুরু করেছে। পরে ইয়েমেনের সামরিক বাহিনী জানায়- ইসরাইল অভিমুখী যেকোন জাহাজে হামলা চালাবে তারা। তবে লোহিত সাগরে অন্য সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে।
Leave a Reply