December 20, 2025, 10:18 am
শিরোনামঃ
বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে দূতাবাসের অনুরোধ বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করবে ভারত সরকার ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানালেন জামায়াতের আমীর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের নিয়োগ সিনেটে অনুমোদন ঢাকায় পৌঁছালো ওসমান হাদির মরদেহ ; আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটের মাঠে ফিরলেন নারায়ণগঞ্জের বিএনপি প্রার্থী বগুড়ায় স্ত্রী হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে রেখে থানায় নিখোঁজের জিডি ; অবশেষে ধরা যুক্তরাজ্যের কারাগারে অনশনের ফলে ফিলিস্তিন অ্যাকশনের ৬ কর্মী মৃত্যু ঝুঁকিতে ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় এসডিএফের আয়োজনে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবসে ’’নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক’’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৮ মার্চ বিকাল ৫ টার সময় এসডিএফ জেলা কর্মকর্তা অনুপ কুমার মন্ডলের পরিচালনা ও সঞ্চালনায় অতিথি ছিলেন আশালতা মল্লিক সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা, লাবনী জামান সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা, জাকিয়া সিদ্দিক সভাপতি দীঘা পশ্চিমপাড়া গ্রাম সমিতি মহম্মদপুর, ডা. জুলি চৌধুরি জুনিয়র কনসালটেন্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিতা বিশ্বাস সভাপতি বাহির মোল্লিকা গ্রাম সমিতি শালিখা। অনুষ্ঠান সঞ্চালনায় অনুপ কুমার মন্ডল আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। লিঙ্গবৈষম্য কমাতে, নারী-পুরুষের সমঅধিকার ও সমসুযোগ জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি। অতিথিদের মধ্যে ডা. জুলি চৌধুরি বলেন, বর্তমান সময়ে কিশোরী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হলেও গ্রামীন পর্যায়ে উক্ত বিষয়ে তেমন কোন প্রচার অগ্রগতি নাই। লাবনী জামান বলেন, বর্তমান সময়ে নারী নেতৃত্ব কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার দৃঢ় সাহস ও নেতৃত্বের প্রসংশা করেন। এসডিএফ এর অর্থিক সহোযোগিতায় গ্রাম সংগঠনের সাফল্য ও অর্থনৈতিক মুক্তির বিষয়ে কথা বলেন জাকিয়া সিদ্দিক। তিনি বলেন, গ্রামীন সমাজ ব্যবস্থায় নারীদের মূল্যায়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রাম সংগঠন তৈরির ফলে ব্যাংক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে আমাদের সদস্যদের গুরুত্ব ও সন্মান বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাম সমিতির সকল সদস্যদের প্রচেষ্টায় শক্তিশালি সংগঠনে পরিনত হবে। সহযোগী অধ্যাপক আশালতা মল্লিক বক্তব্য বেগম রকেয়ার একটি উক্তি দিয়ে বলেন, মেয়েদের শিক্ষিত করে ছেড়ে দাও, তাদের নিজেদের ভাত কাপড়ের ব্যবস্থা নিজেরাই করতে পারবে। তিনি তার বক্তব্যে তুলে ধরেন শিক্ষা ব্যবস্থায় নারীর অগ্রগতি ও সাফল্যের কথা। তিনি নারীদের শিক্ষিত হয়ে অর্থনৈতিক মুক্তির বার্তা প্রদান করেন। নারীরা শুধু সংসার জীবনে সময় পার করে না, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি ও উদ্দ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে কথা গুলো উপস্থাপন করেছেন বাহির মোল্লিকা গ্রাম সমিতির সভাপতি মিতা বিশ্বাস। অনুষ্ঠানে সকল অতিথিগণ বিশ্ব ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব থেকে শুরু করে ক্রমবর্ধমান দারিদ্র্যের মাত্রা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের মতো অনেক সংকটের মুখোমুখি হচ্ছে। এই চ্যালেঞ্জগুলি কেবলমাত্র মহিলাদের ক্ষমতায়নের সমাধানের মাধ্যমেই মোকাবেলা করা যেতে পারে। মহিলাদের জন্য বিনিয়োগের মাধ্যমে, পরিবর্তনের সূচনা করতে পারি এবং সবার জন্য একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং নারীর সমঅধিকার ও সমসুযোগে ত্বরান্বিত করতে প্রত্যাশা রেখে আলোচনা শেষ হয়। উক্ত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন মাগুরা স্বাধীনতা বই মেলা উযাপন কমিটি, আয়োজন সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পরিষদ, মাগুরা পৌরসভা ও মাগুরা জার্নালিষ্ট নেটওর্য়াক (এমজেএন)। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা ছিলেন সাকিব আল ফাউন্ডেশন।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page