April 30, 2025, 12:38 pm
শিরোনামঃ
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে ; বাংলাদেশেরও প্রস্তুতি দরকার : ড. ইউনূস সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা স্টারলিংককে ১০ বছরের জন্য লাইসেন্স দিল বিটিআরসি বিদ্যুৎ সঞ্চালনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রিডের উন্নয়ন প্রয়োজন : এডিবি মানিকগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জেগৃ হকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক গাজীপুরে ছেলেকে হত্যার পর থানায় পিতার আত্মসমর্পণ দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ : কানাডার প্রধানমন্ত্রী পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিল চীন ভারত ইট মারলে আমরা পাথর মারবো : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ঝিনাইদহে শের আলী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে  দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় রঘুনাথপুর শের আলী প্রতিবন্ধী স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শের আলী ফাউন্ডেশনের সভাপতি শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু এবং হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু। মুস্তাফিজুর রহমান টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, সাবেক মেম্বর আলী হোসেন এবং সাংবাদিক রুবেল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়োনো এবং তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ কাজ। তিনি এই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন শের আলী ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রকৃত অসহায় মানুষের তালিকা করে প্রায় এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page