September 15, 2025, 6:39 am
শিরোনামঃ
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার  ফিলিস্তিনর গাজায় পোকার কামড়ে অতিষ্ঠ ইসরায়েলি সেনারা ; ছড়িয়ে পড়ছে চর্মরোগ মুসলিম দেশগুলো মিলে ‘যৌথ অপারেশন সদরদপ্তর’ গঠনের আহ্বান জানাল ইরান মার্কিন নিষেধাজ্ঞার আগে ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধ  করতে হবে :  ট্রাম্প ইউক্রেনে ড্রোন হামলার প্রেক্ষিতে যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১,৮২,১২৯ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন ও ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে জিপিএ-৫-এর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ১,৪৪৯ জন।
এবার ঢাকা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ১৯০ জন, রাজশাহী বোর্ডে ২৮ হাজার ৭৪ জন, কুমিল্লা বোর্ডে ১২ হাজার এক’শ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যশোর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন, চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, বরিশাল বোর্ডে ৬ হাজার ১৪৫ জন, সিলেট বোর্ডে মোট ৫ হাজার ৪৭১ জন জিপিএ-৫ পেয়েছে, দিনাজপুর বোর্ডে ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, ময়মনসিংহে ১৩ হাজার ১৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসা বোর্ডে মোট ১৪ হাজার ২০৬ জন জিপিএ -৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্র ও ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রী।
এদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। মোট জিপিএ-৫ এর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র ও ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী।
এ বছর সকল শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯৭ হাজার ৯৭২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪ হাজার ৪৯১ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page