অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তারই আপন চাচাতো ভাই মোটরসাইকেল চালক রায়হান আলী (১৯)।
আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের জাফরপুর মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। এরমধ্যে নিহত শান্ত ছিলেন টাইলস মিস্ত্রী ও আহত রায়হান ইলেকট্রিক মিস্ত্রী। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।
আহত রায়হানের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে রায়হানের মোটরসাইকেল যোগে দুজন চুয়াডাঙ্গা শহরে কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন রায়হান। এসময় জাফরপুর মাদ্রাসা সংলগ্ন স্থানে পৌঁছালে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শান্ত আলী ও রায়হান আলী দুজনই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত অবস্থায় দুজনকে নিয়ে আসলে কিছুক্ষণ পরই জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় শান্ত আলীর মৃত্যু হয়। আহত রায়হান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।
Leave a Reply