ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তরের অধীনে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১১ জুলাই সকাল ৯.৩০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলরুমে মাগুরা সদর উপজেলা প্রশাসন এবং মাগুরা সদর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা করা হয়। পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পাট অধিদপ্তর পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মাহাবুব-উল ইসলাম। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বাহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনিয়া সুলতানা।
মুখ্য পাট পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন বলেন, সরকার প্রতি ৫ বছর পরপর পাটের সম্প্রসারণ করে অর্থাৎ আবারও এই প্রকল্প দেওয়া যাবে কিনা। প্রশিক্ষণ কর্মশালার মুখ্য উদ্দেশ্য হলো চাষীদের মাঝে উন্নত প্রক্রিয়ায় চাষাবাদের তথ্য শেয়ার করা। পাট চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং বর্তমানে সরকারের আদেশ ১৯ টি পণ্য পাট দিয়ে প্যাকেজিং মোড়ক আকারে বস্তায় বাজারজাত করতে হবে। পাটখড়ি পুড়িয়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের প্রিন্টারের কালি তৈরি করা হয়। বাংলাদেশে পাটের ৩ টি জাত সাদা পাট, তোষা পাট ও মেছতা পাট। আর পাটের আঁশে তেঁতুলের গোলা মিশ্রিত পানি যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, লাল পাট বা রুবি পাটের আগা-গোড়া মোটা হয়, পাটের আঁশ ছাড়ানোর সময় ছিড়ে যায় না এবং এই পাটের আঁশের ফলন বেশী।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ ডঃ মোঃ ইয়াসিন আলী পাট পচন সম্পর্কে আলোচনা করেন।
পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মাহাবুব উল ইসলাম বলেন, লাল পাট চাষ করলে পাটের আঁশের ফলন বেশী হবে এবং পাটে পটাশ সার ব্যবহার করতে হবে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, প্রশিক্ষণ থেকে নতুন কিছু শিখে আপনারা কৃষকরা জমিতে উন্নত মানের লাল পাট চাষ করেন।
Leave a Reply