26 Nov 2024, 09:45 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৮৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৪ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৬ হাজার ৫০৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ১৭ লাখ ৯৭৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৩৫৮ জন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ৮৯ হাজার ৫৬৬ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সবচেয়ে বেশি মৃত্যু।

অন্যদিকে ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৫৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৮ লাখ ৬৩ হাজার ১০৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৬ হাজার ৮৬০ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৮ জন, রাশিয়ায় ৫৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৬০ জন, ইন্দোনেশিয়ায় ২৫ জন, তাইওয়ানে ২৯ জন এবং চিলিতে মৃত্যু হয়েছে ২৮ জনের।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ জন।

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬৮ ; নতুন শনাক্ত ২ লাখ ৬৫ হাজার