23 Nov 2024, 07:38 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন হাওলাদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ মে) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

নাজিম উদ্দিন হাওলাদার উপজেলার চরপাতা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে (আনারস) প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।

মো. ফারুক হোসেন তালুকদার জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নাজিম উদ্দিন হাওলাদার চরপাতা ইউনিয়নের উপ-নির্বাচনের প্রার্থী হন। বুধবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাজিম উদ্দিন হাওলাদারের নির্বাচনে কোনো সহযোগিতা না করার নির্দেশ দিয়েছি। এছাড়াও নির্দেশ উপেক্ষা করে কেউ যদি নাজিম উদ্দিনের নির্বাচনে সহযোগিতা করেন তার বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হবে।

এ বিষয়ে নাজিম উদ্দিন হাওলাদার জানান, উপজেলা বিএনপির কোনো পদে নেই আমি। আগামীকালের নির্বাচনে অংশ নিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমি চেয়ারম্যান হবো ইনশাআল্লাহ।

গত ২৩ জানুয়ারি দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজল ইসলাম তালুকদার মৃত্যু বরণ করায় পদ শূন্য ঘোষণা করা হয়। গত ১০ এপ্রিল ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

ভোলায় চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতা আজীবনের জন্য বহিষ্কার