01 Mar 2025, 03:34 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোর সদর উপজেলায় ভালোবাসা দিবসে এক স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম হাসান (২২)। তিনি উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা সীমান্ত এলাকার আ. মান্নানের ছেলে।

দীঘাপতিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম জানান, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। সকালে ওই ছাত্রী স্কুলে প্রবেশ করছিল। এ সময় স্কুল গেটের বাইরে তাকে ফুল দিতে যান ওই যুবক। এসময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলে জোর করতে থাকেন হাসান। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। তখন স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

অভিভাবককে ডেকে ওই যুবককে তাদের কাছে সোপর্দ করা হয় বলে জানান ইউপি মেম্বার।

 

ভালোবাসা দিবসে নাটোর স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেলেন যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের বাজার জমজমাট। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকেই হিড়িক পড়ে ফুল দোকানে বেচাকেনার। ফুল ব্যবসায়ী মাইনউদ্দিন বাসসকে জানান, আজ একই দিন বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লার বিভিন্নস্থান থেকে তরুণ-তরুণীরা ফুল কিনতে ফুলের দোকানে ছুটে আসেন। থোকায় থোকায় ফুল বিক্রি হচ্ছে। তিনি বললেন এবার তুলনামূলকভাবে বেশি ফুল বেচাকেনা হচ্ছে। দোকানীরাও দাম ভালো পাচ্ছেন।
ফুলচাষি তোফায়েল বাসসকে জানান, গতবারের তুলনায় এবার ফুল বেশি দামে বিক্রি হচ্ছে। ভোর থেকেই বাজারে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ধরনের ফুল কুমিল্লার দোকানগুলোতে শোভা পাচ্ছে। পর্যাপ্ত ফুল ওঠায় জমে ওঠে  ফুলের বাজার।
বরুড়া গ্রামের ফুলচাষি আলমগীর বাসসকে জানান, তার প্রতি পিস গোলাপ ১০/১২ টাকা বিক্রি হয়েছে। লং স্টিক চায়না গোলাপ বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা প্রতিটি। ফুলের ব্যাপক চাহিদার কারণে শহরের বিভিন্ন স্পটে ফেরি করে ফুল বিক্রি করতে দেখা গেছে।

 

বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের বাজার জমজমাট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর রামনাবাদ নদীর মোহনা থেকে ২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২ টি মাছধরা ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড।

সোমবার গভীর রাতে রাবনাবাদ নদী মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

পরে আজ বেলা এগারোটায় উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে উত্তরাঞ্চলে পাচার করতে চেয়েছিলো একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।

অসাধু জেলেদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান রাজিউল হাসান।

পটুয়াখালীতে ২ কোটি বাগদা চিংড়ির রেনুসহ ২টি ট্রলার আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপান থেকে নিয়ে আসা দুই শিশুর একজনকে অন্তত বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সচতেন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হেলিম আহম্মেদ, কবি ফয়েজ আহমেদ, হৃদয় দেবনাথ, মোবাশ্বের ইসলাম, মাহমুদুল হাসান রিফাত, নাহিদ মোঃ সাদিকসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, জাপান থেকে আসা দুই শিশুর অভিভাবকত্ব চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ করেছেন আদালত। আদালত বাবার করা মামলা খারিজ করে দেয়ায় দুই শিশু এখন থেকে মা নাকানো এরিকোর কাছে থাকবে।

এরপরেই এই মানববন্ধন করেন এলাকার মানুষ।

উল্লেখ্য জাপান থেকে নিয়ে আসা দুই শিশু হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন ইমরান শরীফ।

জাপানী শিশুদের মধ্যে একজনকে বাবার কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধু রানী বেগম (২৬) কে জোর পূর্বক ধর্ষনের সময় শিক্ষক আব্দুস সালামকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আজ মঙ্গঁলবার সকালে আসামীকে মির্জাগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ধর্ষনের শিকার রীনা বেগম (২৬) কে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাপুঞ্জ গ্রামের ওই নারীর বসত ঘরে এ ঘটনা ঘটে। রাতেই ওই নারী বাদী হয়ে দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আব্দুস সালামকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৪/২৩।

মামলার বরাত দিয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে আব্দুস সালাম নামের ওই শিক্ষক রীনা বেগমের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হাতে নাতে সালাম মাষ্টারকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পটুয়াখালীতে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শহরের কাঞ্চননগরস্থ ওয়েভ ফাউন্ডেশনের রিজিওনাল অফিসে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রেইজ প্রকল্পের সমন্বয়কারী প্রবীর কুমার পাল।মঙ্গলবার দুপুরে শেষ দিনের প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন রিজিওনাল ম্যানেজার বিল্লাল হোসেন ও এরিয়া ম্যানেজার রনজিৎ চন্দ্র দাস। বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় রেইজ প্রকল্পের আওতায় ২০ জন ক্ষুদ্র নারী-পুরুষ তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে।

 

ঝিনাইদহে ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ 

স্টাফ রিপোর্টার : উন্নয়ন সহায়তা কর্মসুচির আওতায় ঝিনাইদহের মহেশপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান মাজাহারুল ইসলাম স্বপন, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ানবী প্রমুখ।

 

ঝিনাইদহের মহেশপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুননেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, আওয়ামীলীগ নেতা ফারজেল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

পরে এলাকার ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসুচির আওতায় উপকার ভোগীদের মাঝে ভিডব্লিউবির কার্ড ও খাদ্যশস্য বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শফিকুল আজম খান চঞ্চল।

ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘরের সন্তান মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত পাবনাবাসী। জেলায় তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি হিসেবে তিনি মনোনয়ন পাওয়ার পর থেকেই পাবনার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। সোমবার মো. সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নতুন রাষ্ট্রপতি প্রসঙ্গে পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান জানান, পাবনায় থাকাকালে প্রেস ক্লাবেই বেশি সময় কাটাতেন মো. শাহাবুদ্দিন। ১৯৭৪ সালে তিনি বাংলার বাণী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ সালে পাবনা প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেন। এখন তিনি আজীবন সদস্য।

পাবনা প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন প্রেস ক্লাবের সভাপতি বলেন, ‘জনাব সাহাবুদ্দিন যেদিন প্রেস ক্লাবে আসেন, তার সান্নিধ্য পেতে সেদিন সবাই ছুটে আসেন। এমন মানুষের মনোনয়ন পাওয়ার সংবাদে আমরা আনন্দে অশ্রুসিক্ত হয়েছি।’

নতুন রাষ্ট্রপতির প্রতিবেশী স্থানীয় পত্রিকা ‘দৈনিক বিবৃতি’র সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন বলেন, ‘জনাব সাহাবুদ্দিন একজন ক্লিন ইমেজের মানুষ। তার প্রতি ক্ষোভ আছে এমন কাউকে দেখিনি।’

পাবনার রাধানগর মজুমদার (আরএম) অ্যাকাডেমিতে চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়ে সেখান থেকেই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন সাহাবুদ্দিন। প্রতিষ্ঠানটির বয়োজ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জব্বার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার স্কুল থেকে অনেক গুণী ছাত্র বের হয়েছে, কিন্তু এত বড় পর্যায়ের কেউই নেই। আমি তার জন্য প্রাণভরা দোয়া করি– আল্লাহ যেন তাকে সুস্থতার সঙ্গে দীর্ঘজীবন দান করেন। দেশ ও মানুষের কল্যাণে তিনি যেন কাজ করতে পারেন।’

১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি ছিলেন মো. সাহাবুদ্দিন। এ জন্য আনন্দ প্রকাশ করে বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, ‘পাবনার মানুষের জন্য এত ভালো সংবাদ আর নেই। জনাব সাহাবুদ্দিন সবসময়ই মানুষের জন্য ভেবেছেন, কল্যাণকর কাজ করেছেন।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন। ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক থেকে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন।

বর্তমান পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘জনাব সাহাবুদ্দিন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আজ রাষ্ট্রপতি। তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান কদর বলেন, ‘সাহাবুদ্দিন সাহেব একজন ভালো মানুষ। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পাবনার দলমত নির্বিশেষে সবাই উচ্ছ্বসিত। মাননীয় প্রধানমন্ত্রীকে পাবনা জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

মো. সাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালে পাবনা শহরের শিবরামপুর জুবলিট্যাঙ্ক পাড়ায়। তার বেড়ে ওঠা পাবনা শহরেই। পাবনার অলিতে-গলিতে সবখানে ঘরের সন্তান রাষ্ট্রপতি হওয়ায় চলছে আলোচনা।

ঘরের ছেলে রাষ্ট্রপতি হওয়ায় পাবনার জনসাধারণের উচ্ছ্বাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা প্রদান, আসামির ছবি তুললে গ্রেফতার করার হুমকিসহ দুই সাংবাদিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিশেষ পিপি রফিক হাসনাইনকে দায়িত্ব থেকে অপসারণসহ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিকস এবং অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সমাবেশে পিপি হাসনাইনকে পদ থেকে অপসারণে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়। একইসঙ্গে তার সব খবর বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

রংপুর ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির সাংবাদিক শাহ বায়েজিদ আহাম্মেদ, সিটি প্রেসক্লাবের কোষাধাক্ষ জীবন, একুশে টিভির সাংবাদিক লিয়াকত আলী বাদল, নিউজ ২৪ টিভির রেজাউল করিম মানিক, চ্যানেল ২৪ এর সাংবাদিক ফকরুল শাহিন যমুনা টিভির মাযহারুল মান্নান, এশিয়া টিভির বায়েজিদ ওসমানী, দীপ্ত টিভির বালুর রহমান, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, ফটো সাংবাদিক মুকুলসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রংপুর নারী ও শিশু নির্যাতন আদালত-১ এর বিশেষ পিপি অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন নিজেই সাংবাদিকদের ফোন করে ওই আদালতে দুই কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে জানিয়ে খবরটি সংগ্রহ করতে আসার আহ্বান জানান। খবর পেয়ে রংপুরে কর্মরত টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ওই আদালতে যান।

ওইদিন মামলাটিতে এক আসামির ফাঁসি ও এক আসামির সাত বছর কারাদন্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় সরকারপক্ষের আইনজীবী রফিক হাসনাইন আদালতে উপস্থিত না থাকায় তার বক্তব্য নেওয়ার জন্য খোঁজ করে জানতে পারেন, তিনি রংপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের ৬ তলায় কোতোয়ালি আমলি আদালতে ঢাকা মেট্রোপলিটান পুলিশে (ডিএমপি) কর্মরত তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলায় আসামিপক্ষে জামিন শুনানি করতে গেছেন।

এ খবর পেয়ে টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকরা তার বক্তব্য নেওয়ার জন্য সেখানে গেলে পিপি রফিক হাসনাইন আদালত থেকে বের হয়ে বলতে থাকেন, আসামিদের কোনও ছবি নেওয়া যাবে না। ছবি নিলে গ্রেফতার করা হবে বলে হুমকিও দেন তিনি। শুধু তাই নয়, এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি টেলিভিশনে কর্মরত দুই ক্যামেরাপাসনকে আটক করে আদালতের ভেতরে নিয়ে যান।

সাংবাদিকরা কোনও ছবি নিতে আসেননি, তার বক্তব্য নিতে এসেছে— এমনটা জানালেও তিনি শাসাতে থাকেন। এক পর্যায়ে সাংবাদিকদের চলে যেতে বাধ্য করেন। পরে সিনিয়র সাংবাদিকরা এসে আটক দুই সাংবাদিককে ছাড়িয়ে আনেন। এ ঘটনার বিষয়ে কথা বলতে সাংবাদিকরা পিপি রফিক হাসনাইনের চেম্বারে গেলে তিনি সেখানে আবারও তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

ঘটনাটি রংপুর আইনজীবী সমিতির সভাপতিতে অবহিত করে রবিবার বিক্ষোভ ও মানববন্ধন করে সাংবাদিকরা।

সমাবেশ থেকে সাত দিনের আলটিমেটাম দিয়ে বলা হয়, এই সময়ের মধ্যে পিপি রফিক হাসনাইনকে পিপি পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। সেই সাথে পিপি হাসনাইনকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে সাংবাদিকরা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক অ্যাডভোকেট ও জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করে।

 

রংপুরে দুই সাংবাদিককে হেনস্তা : পিপিকে অপসারণের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ