28 Feb 2025, 07:28 pm

জাফিরুল ইসলাম :  লালন শাহ তার এক গানে বলেছিলেন “মনের ভাব প্রকাশিতে, ভাষার সৃষ্টি এই জগতে,  আচানক অধরকে চিনতে, ভাষা বাক্যে নাহি পাবে”। লালন শাহের জন্মস্থান সেই  হরিণাকুন্ডু উপজেলার তরুণ কবি এনামুল হক ২১শে বই মেলায় প্রকাশ করেছেন তার  মেধা ও সৃজনশীলতায় লেখা “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি।

বইটির নতুনত্ব হচ্ছে  এটি সম্পুর্ন আঞ্চলিক ভাষায় লেখা। ঝিনাইদহের গ্রামাঞ্চলে উচ্চারিত আঞ্চলিক শব্দ  দিয়ে লিখিছেন ১৬টি মজাদার গল্প। এই গল্প পড়লে দেশ বিদেশে থাকা মানুষ ফিরে যাবে  তাদের হারানো কৈশরে।

বাংলাদেশের প্রতিটি গ্রাম বা অঞ্চল আঞ্চলিক ভাষা দ্বারা  প্রভাবিত। মায়ের মুখ থেকে যে ভাষা শিশুরা শিখে আসছে বিশেষ করে প্রান্তিক  জনগোষ্ঠির দৈনন্দিন ব্যবহৃত আঞ্চলিক ভাষা এই বইয়ে স্থান পেয়েছে গল্প আকারে।

বইটির  চমৎকার প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ। ‘পথ প্রকাশন’ থেকে শৈলকুপার  আলমগীর অরণ্য “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি প্রকাশ করেছেন। তরুণ কবি ও  ব্যাংকার এনামুল হক ১৯৮৬ সালে হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে জন্মগ্রহন  করেন। সদর উপজেলার নগরবাথান হাইস্কুল থেকে এসএসসি পাশ করে তিনি ঝিনাইদহ  কেসি কলেজে ভর্তি হন। কলেজ জীবন শেষ করে তিনি ইসলামী বিশ^বিদ্যালয় থেকে  বিবিএ ও এমবিএ করে ২০১৬ সালে আল আরাফা ইসলামী ব্যাংকে যোগদান করেন।  চাকরী জীবনের পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে এই তরুণ বয়সে খ্যাতি অর্জন  করেছেন। এনামুল হক আঞ্চলিক ভাষায় গল্প লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তর  প্লাটফর্ম ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের অন্যতম লেখক ও সদস্য। আঞ্চলিক শব্দ  চয়নে লেখা তার গল্পগুলো দেশ বিদেশে থাকা ঝিনাইদহের বাসিন্দাদের প্রবল ভাবে  অনুপ্রাণিত করে। “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি নিয়ে ঝিনেদার আঞ্চলিক ভাষা  ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ও সাধারণ  সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম বলেন, এনামুলের বইটি পড়লে হারিয়ে  যাওয়া অনেক ভাষা আমরা খুজে পাবো। তাই এই বইটি ঝিনাইদহের মানুষের একটি  অমুল্য সম্পদ বলে আমাদের সংগঠন মনে করে।

 

আঞ্চলিক ভাষায় লেখা এনামুল হকের “ঝিনুক ভাষায় গল্পকথা” 

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দরপত্র আহ্বান না করে জরুরি ভাবে ৭৭ লাখ ৩৭ হাজার টাকার মশার ওষুধ ক্রয়ে অনিয়মের প্রমাণ মিলেছে। গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এর সত্যতা পায়। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ দরপত্র আহ্বান ছাড়া ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মোট ১৬ বার মশার মারার ওষুধ ক্রয় করে। ফলে বরাদ্দকৃত অর্থ থেকে ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা ব্যয় হয়।

দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মশার ওষুধ ক্রয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ১৬ বারে মোট ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার ওষুধ ক্রয় করা হয়। সিটি করপোরেশন উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) সম্পন্ন না করে পিপিআর-২০০৮ এর বিধি ৭৪ (১) ও বিধি ৭৭ লঙ্ঘন করে।

মো. এমরান হোসেন আরও বলেন, মূলত কম টাকার মধ্যে প্রতি বারে ৫ লাখ টাকার কম মূল্যের দরপত্র আহ্বান করে বেআইনিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে লাভবান করা হয়েছে। মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী অরভিন সাকিব ইভানকে লাভবান করার উদ্দেশ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ বার কার্যাদেশ প্রদান করা হয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা প্রমাণিত হয়েছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

 

 

চসিকের মশা নিধনে ওষুধ কেনাতে ৭৭ লাখ টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম উপকুলীয় বনবিভাগের আওতাধীন উকুলীয় বেড়িবাধের বনাঞ্চল দিন দিন উজাড় হতে চলেছে। এক শ্রেণীর সংঘবদ্ধ কাঠ চোর মিরসরাইয়ে প্রকাশ্যে দিনদুপুর ও রাতের আধারে উপকূলীয় বনাঞ্চলের বেড়িবাধের গাছ কেটে নিয়ে যাচ্ছে। সন্ধীপের উড়িরচর, আনোয়ারার পারকিরচর, বাশখালী, পতেঙ্গা, কাট্টলী, সীতাকুন্ডের বাশবাড়িয়া, ও মিরসরাই উপজেলার উপজেলার সাহেরখালী বেড়িবাঁধ ঘেঁষে বনাঞ্চলে চলছে এই মহোৎসব। দুর্বৃত্তদের গাছ কাটার ঠুক-ঠাক শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো উপকূলীয় বনাঞ্চল। কাঠ খেকোদের এমন কর্মকান্ড ঘিরে বন বিট কর্মকতাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। যদিও এমন পরিস্থিতে জনবল সংকটের অজুহাত মিরসরাই উপকূলীয় বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার! তার দাবি এক্ষেত্রে তাদের ভূমিকার চাইতেও বেজা’র ভূমিকা বেশি।

এসব এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে দিনে-রাতে বাইন, ঝাউ, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির লবন সাহিঞ্চু গাছকাটা চলছে। গাছ বহনকারী গাড়ির শব্দে রাতে ঘুমানো যায় না। গাছ কাটতে কাটতে বনাঞ্চলের ভেতরে এখন খেলার মাঠে পরিণত হয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, কাঠ খেকোরা দিনের বেলায় বড় বড় গাছের ডালপালা কেটে নেয় এবং রাতের আঁধারে সেই গাছ গুলোর মূল অংশ কেটে গুড়ি রেখে যায়। রাতের আঁধারে সড়কে গাছের গাড়ির শব্দে স্থানীয়দের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোগী ও শিশুদের না ঘুমাতে পারার আর্ত চিৎকার যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, উপকুলীয় বনবিভাগে রয়েছে জনবল সংকট এবং বন অধিগ্রহণ হওয়ায় বেজার দায়িত্বশীল ভূমিকা নেই। তিনি বলেন আমাদের ভূমিকার চাইতে বড় ভূমিকা হচ্ছে বেজা কর্তৃপক্ষের। আমরা চেষ্টা করতেছি কিন্তু বেজা কোন পদক্ষেপ নিচ্ছেন নাহ্। বেজার নিকট অনেক বার বার শরণাপন্ন হয়েছি। কিন্তু তাদের কোন সহযোগিতা পাচ্ছি না। আমাদের জনবল কম, ওনাদের আওতায় তো পুলিশ, আনসার আছে আমি বলেছি যৌথ ভাবে যদি টহল বা কিছু করা যায় তাহলে বন্ধ করা সম্ভব।

সরেজমিনে দেখা গেছে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার্থে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে সৃজন করা উপকূলীয় বন দুর্বৃত্তদের হাতের ছোঁয়ায় এযেন খেলার মাঠে পরিণত হচ্ছে। বনের বেশ কয়েক জায়গা দিয়ে অবৈধ কাঠের গাড়ির চাকায় পিষ্ট হয়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল সড়ক। আবার এসব সড়কের দেয়া হয়েছে ‘বাবুল দূর, বেলায়েত দূর, সিরাজ কোম্পানি দূর, জিসি দূর’ সহ হরেক রকমের নাম। বনের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলে বড় বড় গাছের গুড়ি। আবার বনের গহীন ভেতর থেকে দুপুর বেলায় গাছ কাটার ঠুক-ঠাক শব্দে যেন অতিষ্ঠ পুরো বন।

জানতে চাইলে ডোমখালী উপকূলীয় বন বিট কর্মকর্তা মোহাম্মদ রনী জানান, বিভিন্ন সময় অভিযান চালানো হয়। কিছু দিন আগে একটা মামলাও দেয়া হয়েছে। আমাদের তবে জনবল কম হওয়াতে থামানো যাচ্ছে না।

এবিষয়ে সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, গাছ কাটার বিষয়ে আমি কিছু শুনিনি। তবে উপকূলীয় বন বেজা কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে।

 

 

কাঠ চোরদের থাবায় উজাড় হচ্ছে চট্টগ্রাম উপকুলীয় বেড়িবাঁধের বনাঞ্চল

বশির আলমামুন, চট্টগ্রাম : এবি ব্যাংকের ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা ঋণ খেলাপির মামলায় কারাবন্দি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোটভাই ও রাইজিং স্টার স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে (৬১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গ্রেফতার জসিম উদ্দিন চৌধুরী বিরুদ্ধে ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা হতে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, এ বছরের ২৪ জানুয়ারি গণমাধ্যমে শীর্ষ ২০ ঋণ খেলাপীর নাম প্রকাশিত হয়। ওই প্রকাশিত তালিকায় আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ঋণ এক হাজার ১৪২ কোটি টাকা উল্লেখ করা হয়। জাতীয় সংসদেও ঋণখেলাপীদের তথ্য উপস্থাপনের পর র‌্যাব ঋণ খেলাপিদের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এবি ব্যাংকের ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদক বাদী হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করে যা বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় ২০১৭ সালে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করে চার্জশীট দাখিল করা হয়। চার্জশীট গঠনের পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি জসিম উদ্দিন গ্রেফতার এড়াতে জায়গা বদল করে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।

কারান্তরীন বিএনপি নেতা আসলামের ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরী কারাগারে

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ

ইয়ানূর রহমান : যশোরের অভয়নগরে কাঠ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক আবদুর রউফ সরদার (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে যশোরগামী কাঠবোঝাই একটি ট্রাক (যশোর ট ১১-৪২৭২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে গিয়ে পড়ে। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে ট্রাক চালক আবদুর রউফ সরদার নিহত হন। গুরুতর আহত হন ট্রাকের হেলপার সাগর হোসেন (২০)।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আবদুর রউফ সরদার সাতক্ষীরা জেলার কাশেমপুর গ্রামের রজব আলীর ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই মুন্সী পারভেজ হাসান জানান, ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোরের পল্লীতে কাঠ বোঝাই ট্রাকের চাপায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক  :  চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ১২ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। ঠিকাদার কতৃক কার্যালয় ভাঙচুর ও প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সংঘটিত এ ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ডের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইনের ধারা ৬৪ (৫), পাবলিক প্রকিউরমেন্ট বিধি ১২৭(১) ক ও ১২৭(২) ঘ মতে এই প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হলো। প্রতিষ্ঠানগুলো হলো- ঠিকাদার মুহাম্মদ সাহাব উদ্দিনের মালিকানাধীন মেসার্স মাহমুদা বিল্ডার্স ও মেসার্স এস জে ট্রেডাস, সঞ্জয় ভৌমিকের মেসার্স বাংলাদেশ ট্রেডার্স, মোহাম্মদ ফেরদৌসের মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ, সুভাষ মজুমদারের মেসার্স জয় ট্রেডার্স, মো. হাবিব উল্লা খানের মেসার্স খান করপোরেশন, মো নাজিম উদ্দীনের মেসার্স নাজিম অ্যান্ড ব্রাদার্স, মো. নাজমুল হোসেনের মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, মো. ইউসুফের মেসার্স ইফতেখার অ্যান্ড ব্রাদার্স, আশীষ কুমার দে এবং হ্যাপী দের যৌথ মালিকানাধীন মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজ, আলমগীরের মেসার্স তানজিল এন্টারপ্রাইজ।

অফিস আদেশ থেকে জানা যায়, চসিকের প্রধান কার্যালযের চতুর্থ তলার কক্ষ নম্বর-৪১০-এ প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালায় ঠিকাদাররা। হামলাকারীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। গোলাম ইয়াজদানীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক ও অবকাঠামো উনয়ন প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হয়।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় জড়িত ঠিকাদারদের চিহ্নিত করা হয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। তাই আইনি ক্ষমতাবলে ওইসব ঠিকাদারের ১২ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে প্রকল্পে অনৈতিক সুবিধা না পেয়ে ২৯ জানুয়ারি বিকেলে চসিকের টাইগার পাস অস্থায়ী কার্যালয়ে গোলাম ইয়াজদানীর কক্ষে হামলা করেন অভিযুক্তরা। এসময় তাকেও মারধর করেন প্রভাবশালী এ ঠিকাদাররা। এ ঘটনায় রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এরপর ওই রাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ। সবশেষ ৬ ফেব্রুয়ারি রাতে প্রধান আসামিকেও গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন।

চসিক প্রকল্প পরিচালককে মারধর ; ১২ প্রতিষ্ঠান কালো তালিকায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে সোনার আংটি না আনায় চার অতিথিকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জান্নাত আরা (১৯), রহিমা বেগম (৩০), আবদুর রহিম (২৭) ও নাফিসা আক্তার (৩)। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রহিমা বেগম জানান, চার মাস আগে হোটেল শ্রমিক রিয়াদ হোসেনকে পালিয়ে বিয়ে করেন উপজেলার বাঁঙ্গাখা গ্রামের চৌধুরী মিয়ার মেয়ে জান্নাত আরা। রিয়াদ চররমনী মোহন ইউনিয়নের নুরু ব্যাপারীর ছেলে। এ ঘটনায় জান্নাতের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সামাজিকতা চিন্তা করে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে শ্বশুর বাড়িতে পাঠায়। এরপর থেকে বিভিন্নভাবে যৌতুক দাবি করে রিয়াদ। বাধ্য হয়ে পরিবারের কাছ থেকে দুই দফায় ২০ হাজার টাকা স্বামীকে দেয় জান্নাত। এরপরও রিয়াদ যৌতুকের টাকা দাবি করে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রিয়াদের ছোট বোনের বিয়ের দাওয়াতে যাই। এসময় উপহার হিসেবে কী আনা হয়েছে সেটি জানতে চায় জান্নাতের শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে সোনার আংটি এনেছি কি না জানতে চান। উত্তর না দেওয়ায় জান্নাতের শ্বশুরবাড়ির লোকজন অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। প্রতিবাদ করলে জান্নাতকে তার শ্বশুর নুরু ব্যাপারী মারধর করেন। বাধা দিলে জান্নাতের ভাই আব্দুর রহিম, বোন রহিমা বেগম ও ভাগনি শিশু নাফিসাকে মারধর করা হয়।

এ বিষয়ে আবদুর রহিম বলেন, আংটি না নেওয়ায় আমাদের মারধর করা হয়েছে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ আমাদের উদ্ধার করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল সরকার বলেন, ঘটনাটি শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলা হবে।

লক্ষ্মীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মোমিন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াত খেতে আংটি না দেয়ায় ৪ অতিথিকে মারধর

জাফিরুল ইসলাম: ঝিনাইদহের কালীগঞ্জে গণপরিবহন থেকে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খান। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলায়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক হোসাইন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে চলাচলকারী যানবাহন থেকে শ্রমিক সংগঠন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজি চলছে এমন খবর আসতে থাকে র‌্যাবের কাছে। সে খবরের ভিত্তিতে তালেশ্বর এলাকায় চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন কুমার দাস, আওয়াল হোসেন, আনজু ও এস এম ফারুখ খানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ১৬০ টাকা ও রশিদ বই জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

 

ঝিনাইদহের কালীগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির সময় ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৬শ’ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা শহরের রেল বাজারে অভিযান চালিয়ে ৬শ’ অ্যাম্পুল নেশা জাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর মাঠপাড়ার চেতন আলীর ছেলে শাফায়েত আলী (৪৬) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আহমেদনগর এলাকার মোস্তফার ছেলে রনি বাবু।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহের নেতৃত্বে আলমডাঙ্গা রেল বাজার এলাকায় অভিয়ান চালিয়ে শাফায়েত আলী ও রনি বাবু নামের দু’জনকে আটক করা হয়। পরে আটক দুজনের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬শ’ অ্যাম্পুল ভারতীয় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ শাফায়েত আলি ও রনি বাবুকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় ভারতীয় নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ