02 May 2024, 11:58 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বিএফআইইউকে ৩ মাস সময় দিয়েছে হাইকোর্ট।

বুধবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ বিএফআইইউ’র সময় আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করেন।

পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৫ ফেব্রয়ারি ২০২৩।

এসময় সংস্থাটি জানায়, ১০ দেশের সাথে চুক্তি করতে মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন তারা।

বিএফআইইউ’র প্রতিবেদনে বলা হয়েছে অর্থপাচার রোধে রিসার্চ সেল গঠনের উদ্যোগও নেয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমএলএ চুক্তি সইয়ের অনুরোধ করেছে দেশের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠানটি।

হেড অব বিএফআইইউয়ের (প্রধান কর্মকর্তা) মো. মাসুদ বিশ্বাসের সই করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বুধবার হাইকোর্টে বিএফআইইউ এ প্রতিবেদন জমা দেয়। আদালতের নির্দেশে বিএফআইইউ এ প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণের জন্য অন্তত ১০ দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএ) সইয়ের যৌক্তিকতা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করেছে বিএফআইইউ।

দেশগুলো হলো কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব-আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, হংকং-চায়না।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিএফআইইউকে ৩ মাস সময় দিলেন হাইকোর্ট