28 Feb 2025, 10:00 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গানবোট থেকে ভয়াবহ হামলা চালিয়েছে যাতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার যে শরণার্থী শিবিরে ইসরাইল এই বীভৎস্য হামলা চালিয়েছে সেটি তেল আবিবের ঘোষণা করা নিরাপদ অঞ্চলে অবস্থিত। অর্থাৎ ইহুদিবাদী বাহিনী তাদের ঘোষণা করা নিরাপদ অঞ্চলেও বিভৎস্য হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে হতাহত করছে। নুসাইরাত শরণার্থী শিবিরের এই বর্বর হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এই হামলায় সেখানকার একটি পোস্ট অফিসও ধ্বংস হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইহুদিবাদী বাহিনী এই শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত ৪০ জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। বলা হচ্ছে- এখনো বিধ্বস্ত ভবনের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি।

এদিকে, গতকাল ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গাজা শহরের মধ্যাঞ্চলের শিল্প এলাকায় একজন ফিলিস্তিনি ফটো সাংবাদিক এবং অন্য এক তরুণকে বিমান হামলার মাধ্যমে হত্যা করেছে। এর পাশাপাশি গাজা শহরের উত্তরাঞ্চলের শেখ রাদোয়ান মহল্লায় বিমান হামলা চালিয়ে আল-আকসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস সালাম এবং তার স্ত্রীকে হত্যা করেছে। খান ইউনুস শহরে অন্য এক হামলায় তিন ব্যক্তি শহীদ হয়েছেন।

 

গাজার নিরাপদ অঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিল্লির বেশ কয়েকটি স্কুলে শুক্রবার (১৩ ডিসেম্বর) আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ এনিয়ে চলতি সপ্তাহে দিল্লিতে দুইবার এমন ঘটনা ঘটলো। তবে পুলিশ স্কুলগুলোতে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলে অন্তত ছয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব স্কুলের মধ্যে রয়েছে, দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মর্ডান স্কুল, ক্যামব্রিজ স্কুল।

হুমকি পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছে। সেইসঙ্গে স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে, তারা যেন শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠায়।

হুমকি দেওয়া ওই মেইলে লেখা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বেশ কয়েকটি বিস্ফোরক আছে। হুমকিদাতা মেইলে আরও লিখেছেন, এর পেছনে একটি সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ আছে। যারা বোমা বিস্ফোরণে জড়িত।

ইমেইলে আরও লেখা হয়েছে, আমি নিশ্চিত যে আপনার শিক্ষার্থীদের ব্যাগ বারবার চেক করেন না। স্কুল ভবন ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করার জন্য বোমাগুলো যথেষ্ট শক্তিশালী। ১৩ ও ১৪ ডিসেম্বর উভয় দিনেই আপনাদের স্কুলে বোমা বিস্ফোরণ হতে পারে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, হুমকি পাওয়ার পর স্কুলগুলোতে পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট, বোমা নিষ্ক্রিয় দল এবং ডগ স্কোয়াড পৌঁছেছে এবং তল্লাশি চালাচ্ছে। দিল্লি পুলিশ আইপি অ্যাড্রেস এবং মেইলের প্রেরককে খুঁজতে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দিল্লির আম আদমি পার্টির প্রধান অরভিন্দ কেজরিওয়াল বোমা হামলার হুমকিকে গুরুতর এবং দুশ্চিন্তার বলে উল্লেখ করেছেন।

এর আগে গত ৯ ডিসেম্বর দিল্লির অন্তত ৪০টি স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সেইসময়ও দেশটির পুলিশ স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কিছু পায়নি।

দিল্লির স্কুলগুলোতে আবারও বোমা হামলার হুমকি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিনেই ১৫শ’ জনের সাজা মওকুফ করেছেন। একদিনে এতোজনের সাজা মওকুফ করার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম।

গতকাল ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বলে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাদের ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কাভিড-১৯ মহামারি চলাকালীন গৃহবন্দি করে রাখা হয়েছিল। এ ছাড়া ৩৯ জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অহিংস অপরাধের সাজা ভোগ করেছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার দুই সপ্তাহ পরে এই ঘোষণা দেওয়া হয়েছে। গত জুনে হান্টার বন্দুক রাখা এবং আয়ককর ফাঁকি দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সেই সময় বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা। কারণ, বাইডেন বরাবরই বলেছিলেন তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না। কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে তিনি হান্টারকে ক্ষমা করেন। যাকে তিনি তার ‘মন পরিবর্তন’ করেছেন বলে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে বাইডেনের এই ঘোষণায় পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ারদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহাদ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।

ইতিহাসে প্রথম একদিনে দেড় হাজার মার্কিনির সাজা মওকুফ করলেন বাইডেন