27 Feb 2025, 08:50 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মূর্খ’ বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এ সিদ্ধান্তকে ভুল এবং বোকামি বলেও মন্তব্য করেছেন নবনির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট। খবর তাসের।

ট্রাম্প বলেন, আমি মনে করি না, রাশিয়ার ২০০ মাইল অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি দেয়া উচিত ছিল। এটি একটি খারাপ সিদ্ধান্ত ছিল। এ ব্যাপারে বাইডেন প্রশাসন অত্যন্ত খারাপ কাজ করেছে বলে মনে করেন ট্রাম্প।

ফ্লোরিডায় তার বাগানবাড়ি মার-এ-লাগো এস্টেটে বক্তৃতায় সোমবার ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি না, এটির অনুমতি দেয়া উচিত ছিল এবং অবশ্যই আমি দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহ আগে তো নয়ই। রাশিয়ায় হামলার বিষয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়াটা খুব বোকামি হয়েছে বলে মনে করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, বাইডেন এই সিদ্ধান্ত না নিয়ে অন্যভাবে বিষয়টি সুরাহা করতে পারতেন। দায়িত্ব নেয়ার পর আমি এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলার জন্য মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিপদ সম্পর্কে ট্রাম্পের বিবৃতি সম্পূর্ণরূপে মস্কোর চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২১ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোতি দিয়েছে। ঘোষণার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইউক্রেন।

পুতিন জানিয়েছিলেন, রাশিয়া তার নতুন ওরেশনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের হামলার জবাব দিয়েছে। পশ্চিমারা নিজেদের মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে এবং তাদের আক্রমণাত্মক নীতি সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে বলে হুঁশিয়ার করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন এ সিদ্ধান্ত নেন।

ট্রাম্প জানান, প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত অবসান চান তিনি। তিনি বলেন, যুদ্ধ বন্ধে সহযোগিতা করার একটি দারুণ পরিকল্পনা আছে আমার। কিন্তু আমি যদি সেটা এখন ফাঁস করি, তবে তা ভেস্তে যেতে পারে।

বাইডেনকে ‘মূর্খ’ বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যতক্ষণ পর্যন্ত কিয়েভের পশ্চিমা মিত্ররা সংঘাত নিরসনে অকার্যকর প্রস্তাব দেবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জনে বিশেষ সামরিক অভিযানে চালিয়ে যাবে। জাতিসংঘ থেকে তাস এ খবর জানায়।

তিনি জোর দিয়ে বলেন, ‘রাশিয়ার শর্তগুলো স্পষ্ট এবং যৌক্তিক। হুমকি দূর করতে রাশিয়ার জন্য কিয়েভ সরকারের তৈরি করা সেইসব ব্যর্থ হওয়া ভূয়া সমাধানের সাথে এগুলোর কোন মিল নেই। এই প্রস্তাবগুলো সম্প্রতি কিয়েভের পশ্চিমা মিত্ররা ক্রমবর্ধমানভাবে সামনে এনেছে।

স্থায়ী প্রতিনিধি যোগ করেন যে রাশিয়া ইউক্রেনীয় কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের যথাযথ জবাব দেবে।

তিনি বলেন, যতদিন এটি ঘটবে, আমরা কৌশলগতভাবে আমাদের বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অনুসরণ করতে থাকব এবং কিয়েভ সরকারের উসকানিতে আমরা ১৩ ডিসেম্বরের মতোই সাড়া দেব।

পশ্চিমারা ভূয়া শান্তি পরিকল্পনার প্রস্তাব করায় রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাবে : জাতিসংঘে রাশিয়ান দূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বড় মিত্র হিসেবে আমেরিকা এবং জার্মানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর ব্যাপারে দখলদার সামরিক বাহিনীকে পরিপূর্ণ সহায়তা দিচ্ছে।

গতকাল (সোমবার) শেষ বেলায় সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি একথা বলেন।

তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেন সৌলের সাম্প্রতিক মন্তব্য তুলে ধরেন। বেন সৌল বলেছেন, এই দুটি দেশ ইসরাইলে রপ্তানি করা অস্ত্রের শতকরা ৯৯ ভাগ সরবরাহ করে। এজন্য তিনি আমেরিকা ও জার্মানির নিন্দা করেছেন এবং জোর দিয়ে বলেন, তারা অস্ত্র সরবরাহ বন্ধ করে রাতারাতি যুদ্ধের অবসান ঘটাতে পারে। তাদের সরবরাহ করা অস্ত্রে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

বেনসৌলের এই মন্তব্যের আলোকে ইসমাইল বাকায়ি বলেন, আমেরিকা এবং জার্মানি ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে গাজা উপত্যকায় গণহত্যা চালাতে পরিপূর্ণ সহায়তা করছে।

আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখাতে ব্যর্থতা ও আইনগত রীতিনীতি উপেক্ষা করার জন্য ইরানি মুখপত্র ওয়াশিংটন এবং বার্লিনের নিন্দা করেন। একই সাথে তিনি বলেছেন, এসব দেশ আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা এবং গণহত্যার বিরুদ্ধে শাস্তি প্রদানের বিষয়টিও উপেক্ষা করেছে। তাদের এই ভুল পদক্ষেপ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সামরিক সংঘাত শুরুর পর এ পর্যন্ত আমেরিকা দখলদার ইসরাইলকে ১,২৫০ কোটি ডলারের সরাসরি সামরিক সহায়তা দিয়েছে। অন্যদিকে জার্মানি ৯ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র সরবরাহ করেছে। হাস্যকর ব্যাপার হচ্ছে- এ দুটি দেশ একদিকে ইসরাইলকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে, অন্যদিকে তারা বারবার যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছে।

 

     

আমেরিকা-জার্মানি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় সহায়তা করছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলে কয়েকটি কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ইহুদিবাদী ইসরাইলের কয়জন অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছে।

ইসরাইলের চ্যানেল ফোরটিনের খবর অনুসারে, ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে সাইরেন বাজানো হয় এবং অবৈধ বসতি স্থাপনকারীরা দৌড়ে আশ্রকেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছে। এ সময় তেল আবিবসহ এক ডজনের বেশি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দখলদার সামরিক বাহিনী দাবি করেছে, অধিকৃত ভূখণ্ডে প্রবেশের আগেই তারা ইয়েমেনের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যে, তাদের সদস্যরা তেল আবিবে ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই অভিযানে তারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

জেনারেল ইয়াহিয়া সারি আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অংশ হিসেবে তারা ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন জেনারেল সারি।

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারী আহত