01 Mar 2025, 06:38 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জাতিসংঘের প্যালাইস ডেস নেশনসে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক ফোরামের ১৭তম অধিবেশন ইন্টারেক্টিভ ডায়ালগে বাংলাদেশ একটি বিবৃতি প্রদান করেছে।

গতকাল শুক্রবার রাতে এখানে প্রাপ্ত পররাষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানা যায়।

নিচে বিবৃতিটির বাসসকৃত বাংলা অনুবাদ তুলে ধরা হলো:

সংখ্যালঘু বিষয়ক ফোরামের ১৭তম অধিবেশন ইন্টারেক্টিভ ডায়ালগে বাংলাদেশের বিবৃতি :

ম্যাডাম চেয়ার,

বাংলাদেশ আবারও নিশ্চিত করছে যে, প্রত্যেক বাংলাদেশির, ধর্মীয় পরিচয় নির্বিশেষে, নিজ নিজ ধর্ম পালন করার বা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার অধিকার রয়েছে।  সংখ্যালঘু সম্প্রদায়সহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি।  এটি আমাদের শীর্ষ নেতৃত্ব সংখ্যালঘু ধর্মীয় নেতাদের বারবার আশ্বস্ত করেছে এবং সরকারের প্রথম ১০০ দিনে বারবার প্রমাণ করেছে। সংখ্যালঘু সম্প্রদায় থেকে দুজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশে ৫ আগস্টের পরের সহিংসতার মূলে ছিল রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ, সাম্প্রদায়িক নয়। এই সহিংসতা জনগণকে প্রভাবিত করেছে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, তাদের প্রায় সকলেই মুসলিম, কেবল মুষ্টিমেয় কিছু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর।

সংখ্যালঘুদের ওপর কোনো পরিকল্পিত হামলা হয়নি।  বরং জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে কীভাবে আমাদের দীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অনুসরণ করে বাংলাদেশের সমগ্র সমাজ তার সংখ্যালঘুদের রক্ষায় এগিয়ে এসেছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন আমাদের সরকার সকল ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক এবং অভূতপূর্ব ম্যান্ডেট উপভোগ করে।

দুর্ভাগ্যবশত, বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করছিল, তখন আমরা সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহল কর্তৃক অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট  প্রতিবেদন এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তির ছড়াছড়ি লক্ষ্য করছি।  দুঃখের বিষয়, আমরা এই ফোরামেও এটি দেখেছি।  এ ধরনের অনেক অপপ্রচারকে বৈশ্বিক গণমাধ্যমে নাকচ করে দেওয়া হয়েছে।  আমাদের সরকার সরেজমিন পরিস্থিতি দেখতে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে উন্মুক্ত রয়েছে।

আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে শ্রী চিন্ময় দাসের গ্রেপ্তারকে কিছু বক্তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, তাকে আসলে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।  বিষয়টি আদালতের মাধ্যমে বিচার করা হচ্ছে। একজন মুসলিম আইনজীবীর সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ড সত্ত্বেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সকল ধর্মের নেতাদের সমর্থন পরিস্থিতি শান্ত রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সাহায্য করেছে।

আমাদের সরকার সজাগ রয়েছে এবং যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে অবিলম্বে কাজ করে যাবে।

ম্যাডাম চেয়ার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

জাতিসংঘে সংখ্যালঘু বিষয়ক ফোরামের ১৭তম অধিবেশন ইন্টারেক্টিভ ডায়ালগে বাংলাদেশের বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশ আবারো পরমাণু পরীক্ষা শুরু করতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আর পরমাণু পরীক্ষা চালায়নি।

আজ (শনিবার) বার্তা সংস্থা তাস রিয়াবকভের কাছে জানতে চায়- মার্কিন সরকার পরমাণু কর্মসূচি জোরদার করছে, এর প্রতিক্রিয়ায় মস্কোও পরমাণু পরীক্ষা চালাবে কিনা। জবাবে তিনি বলেন, “বিষয়টি মস্কোর এজেন্ডায় রয়েছে।”

রিয়াবকভ আরো বলেন, “আমি শুধু বলব- পরিস্থিতি বেশ জটিল। আমরা সমস্ত দিক বিবেচনায় রাখছি।”

একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও, আধুনিক রাশিয়া কখনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে রাশিয়া স্বেচ্ছা-স্থগিতাদেশ অনুসরণ করে আসছে।

গতকাল আমেরিকার রসকংগ্রেস ফাউন্ডেশন জানিয়েছে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা নিয়েছে। ২০২৪ সাল থেকে ২০৪৯ সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। আমেরিকার এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী পরমাণু পরীক্ষা সম্পর্কে নিজেদের অবস্থান জানান দিলেন।

রাশিয়া আবার পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নবনির্বাচিত মাকিন প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাতেই দৌড়ঝাপ শুরু করেছেন তিন দেশের নেতারা।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দুই ঘনিষ্ট প্রতিবেশি রাষ্ট্র কানাডা ও মেক্সিকোসহ চীনের রপ্তানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার সাথে তিনটি দেশই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এএফপি আজ এই খবর জানায়।

চীন ইতোমধ্যে রপ্তানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। একইভাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম ও অর্থমন্ত্রী এব্রার্ড পাল্টা শুল্কারোপের হুমকি দিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পাম বিচে পৌঁছেছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলেছে, তিনি নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মার-এ-লোগো বিলাসবহুল এস্টেটে বৈঠক করবেন।

এদিকে কানাডিয়ান সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ সিবিসি জানিয়েছে, ট্রুডোর সঙ্গে তার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক ও রয়েছেন। ট্রুডো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিবেন।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে তার অঘোষিত সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

ট্রাম্প গত সোমবার কানাডাজুডে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দঃখজনক বার্তা পাঠিয়েছেন। তিনি যখন প্রতিবেশি কানাডা ও মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা দেন, তখন তিন দেশেই অনেকটা বিনা মেঘে বজ্রপাত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রে কানাডার রপ্তানির পরিমাণ তিন-চতুর্থাংশেরও বেশি। যার পরিমাণ ৪শ’ ২৩ বিলিয়ন মার্কিন ডলার। কানাডার রপ্তানি বাণিজ্যের ওপর নির্ভর করছে প্রায় ২০ লাখ লোকের কর্মসংস্থান।

এদিকে এএফপি’র একটি সূত্র জানিয়েছে,কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে।

কানাডার প্রধানমন্ত্রী বলেছেন,‘ডোনাল্ড ট্রাম্প যখন এই ধরনের বিবৃতি দেন. তখন তিনি সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা করেন।’ ‘এতে কোনো সন্দেহ নেই।’

শুল্কারোপের হুমকিতে ট্রাম্পের সাথে সাক্ষাত করতে যুক্তরাষ্ট্রে জাস্টিন ট্রুডো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে শনিবার একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে আশঙ্কায় স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী দ্বীপগুলো থেকে শত শত মানুষ ঘূর্ণি ঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বেঙ্গালুরু থেকে এএফপি এ খবর জানায়।

ভারতের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘূর্ণিঝড় ফেঙ্গল বিকেলে অবিরাম বাতাসের সাথে প্রতি ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার (৪৩-৫০ মাইল) বেগে তামিলনাড়ু রাজ্যে স্থলভাগে আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে মাছ ধরার ট্রলারগুলোকে সাগরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং এক মিটার (তিন ফুট) উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে যা নিচু উপকূলীয় অঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি করেছে।

ইকোনমিক টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, তামিলনাড়ু জুড়ে অসংখ্য জেলায় স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্তত ৪৭১ জনকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘূর্ণিঝড় – উত্তর আটলান্টিকের হারিকেন বা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুনের সমতুল্য-উত্তর ভারত মহাসাগরে একটি নিয়মিত এবং মারাত্মক হুমকি।

এই সপ্তাহের গোড়ার দিকে শ্রীলঙ্কার উপকূলে ফেনগাল-এর আঘাতে ছয় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। এতে উষ্ণ সমুদ্র পৃষ্ঠগুলো আরও জলীয় বাষ্প নির্গত করে, যা ঝড়ের জন্য অতিরিক্ত শক্তি সরবরাহ করে, বাতাসকে শক্তিশালী করে।

একটি উষ্ণতাপূর্ণ বায়ুমণ্ডল থেকে এই ঝড়কে আরও জল ধরে রাখতে দেয়, ভারী বৃষ্টিপাতকে বাড়িয়ে তোলে।

তবে অত্যাধুনিক পূর্বাভাস এবং আরও কার্যকরী সরিয়ে নেওয়ার পরিকল্পনা নাটকীয়ভাবে এই ঝড়েরর মৃত্যুর সংখ্যা হ্রাস করেছে।

ভারতের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণি ঝড়ের আশঙ্কায় স্কুল বন্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে প্রায় ৪ লাখ লোকের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে মেক্সিকো।

গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম এবং অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড এই হুঁশিয়ারি দিয়েছেন।

শেইনবাউম বলেছেন,যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে, তাহলে মেক্সিকোও পাল্টা শুল্ক আরোপ করবে। ট্রাম্প সম্প্রতি বলেছেন,ক্ষমতা গ্রহণের প্রথম দিনই চীন, কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তারই জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন।

অর্থমন্ত্রী এব্রার্ড বলেছেন,নতুন এই শুল্কযুদ্ধ মার্কিন কর্মীদের ওপর বিরাট প্রভাব ফেলবে। মেক্সিকোতে উৎপাদিত গাড়ি নির্মাতাদের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি জানিয়েছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় ৪ লাখ মানুষ চাকরি হারাবে।

শুধু কর্মসংস্থানই নয়, ভোক্তাদের ওপরও এই শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে বলে মেক্সিকান অর্থমন্ত্রী উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ পিকআপ, ট্রাক মেক্সিকোতে তৈরি হয় উল্লেখ করে তিনি বলেছেন, ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপ করা হলে প্রতিটি গাড়ির দাম তিন হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে। ট্রাম্পের এই সিদ্ধান্ত ‘নিজের পাঁয়ে কুড়াল মারার মতো অবস্থা হবে’ বলে তিনি মন্তব্য করেছেন।

গত সোমবার ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি তিন দেশের পণ্যের ওপর শুল্কারোপ করবেন। অবৈধ অভিবাসন এবং মাদক পাচার রোধে ব্যর্থতার জন্য তিনি এমন পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। তার দাবি এর ফলে মার্কিন উৎপাদন শিল্প আরো শক্তিশালী হবে।

অবশ্য অর্থনীতিবিদরা ট্রাম্পের এই সিদ্ধান্তের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম জানিয়েছেন,বিষয়টি নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তার উদ্বেগের কথা জানিয়েছেন।

অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করেছেন এবং দুই দেশের দীর্ঘ দিনের সম্পর্কেও ওপর গুরত্বারোপ করেছেন।

ট্রাম্পের প্রস্তাবিত শুল্কারোপে চাকরি হারানোর ঝুঁকিতে ৪ লক্ষ মার্কিন নাগরীক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার নদীতে গতকাল শুক্রবার ২শ’ যাত্রী স্থানীয় একটি বাজারে যাওয়ার নদীর তীরে নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থরে ২৭ যাত্রী নিহত এবং ১শ’রও বেশি নিখোঁজ রয়েছে। যাত্রীদের বেশিরভাগই মহিলা। স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নাইজেরিয়ার আবুজা থেকে এএফপি এই খবর জানায়।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র মুখপাত্র ইব্রাহিম অদু এএফপি’কে বলেছেন, নৌকাটি কোগি রাজ্য থেকে পাশ্ববর্তী নাইজার রাজ্যের একটি বাজারে যাওয়ার পথে ডুবে যায়।

কোগি রাজ্যের জরুরি পরিষেবারমুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, উদ্ধারকারীরা শুক্রবার সন্ধ্যায় নদী থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিরা এখনো তল্লাশি চালাচ্ছে।

তিনি বলেছেন ১২ ঘন্টা অভিযান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ অবশ্য নিশ্চি করে বলতে পারেনি কী কারণে নৌকাটি ডুবেগেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে ধারন ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গেছে।

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌকাই ওইসব অঞ্চলের চলাচলের একমাত্র বাহন।

 

নাইজেরিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ২৭ জনের ; শতাধিক নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে এবং ১৩,০০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কর্মকর্তারা শনিবার বলেছেন, উদ্ধারকারী দলগুলো নৌকা এবং জেট স্কি ব্যবহার করে আটকে থাকা বাসিন্দাদের কাছে পৌঁছানোর কাজ করেছে।

ব্যাংকক থেকে এএফপি জানায়, স্থানীয় মিডিয়া ফুটেজে দেখা যায়, বাসিন্দারা বুক পর্যন্ত গভীর ঘোলা জলের মধ্যে দিয়ে হেঁটে যে এবং বন্যার রাস্তায় গাড়ি ডুবে আছে।

দেশটির দুর্যোগ সংস্থা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলেছে, ‘দক্ষিণ থাইল্যান্ডের আটটি প্রদেশ জুড়ে বন্যায় ৫ লাখ ৫৩ হাজার ৯২১টি পরিবারকে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নয় জনের মৃত্যু হয়েছে।’

১৩ হারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, স্কুল এবং মন্দিরগুলোতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র  স্থাপন করা হয়েছে।

উপকূলীয় সোংখলা প্রদেশের বাসিন্দা নাম্পা রাষ্ট্রীয় সম্প্রচারকারী থাই পিবিএসকে বলেছেন যে তিনি খাদ্য সরবরাহ হ্রাস নিয়ে উদ্বিগ্ন।

“আমরা এখন ভাল আছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমরা কতদিন এই অবস্থায় থাকতে পারবো,” তিনি বলেন।

পার্শ্ববর্তী পাত্তানি প্রদেশের দুটি হাসপাতাল বন্যার পানিতে যাতে চিকিৎসা সুবিধার ক্ষতি না হয় সেজন্য কার্যক্রম স্থগিত করেছে।

প্রতিবেশী উত্তর মালয়েশিয়ায়, বৃষ্টিপাত এই সপ্তাহে কমপক্ষে ৮০,০০০ মানুষকে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য করেছে, সেখানে দুর্যোগ কর্মকর্তারা বলেছেন যে কমপক্ষে চারজন নিহত হয়েছে।

থাই আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে “খুব ভারী বৃষ্টি” আগামী সপ্তাহ পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে।

সরকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য উদ্ধারকারী দল মোতায়েন করেছে এবং প্রতিটি প্রদেশের জন্য পর্যপ্ত বন্যা ত্রাণ পাঠছানো হয়েছে।

থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন সিনাওয়াত্রা শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিকতা পুনরুদ্ধার করাই তাদেও রক্ষ্য।’

থাইল্যান্ডে বন্যায় ৯ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালতের চিফ প্রসিকিউটর করিম খান।

গতকাল (শুক্রবার) আদালতের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু ও ইয়োগ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য ইসরাইলের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছে তাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। হেগভিত্তিক আদালতের আপিল চেম্বারের প্রতি তিনি এই আহ্বান জানান। করিম খান বলেন, আইসিসির আইনের আওতায় এই আবেদন আইনগত শর্ত পূরণ করে না।

তিনি উল্লেখ করেছেন, ইসরাইল যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছে তাতে এই পদ্ধতিগত তদন্তের বিষয়ে অভিযোগ ছাড়া আপিলের জন্য কোনো ‘গ্রহণযোগ্যতা’ নেই। করিম খান বলেন, রোম সংবিধির ৫৮ অনুচ্ছেদের আওতায় সিদ্ধান্ত ঘোষণার আগে ইসরাইল আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না। তিনি বলেন, আইসিসি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা শুধু কোনো সিদ্ধান্ত নয় এবং এর বিরুদ্ধে রোম সংবিধির ৮২’র ১ অনেুচ্ছেদ অনুসারে সরাসরি আপিল গ্রহণযোগ্য নয়। কোনো কারণেই প্রি-টায়াল চেম্বার থেকে ঘোষণা করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার সুযোগ নেই।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরাইল আপিল চেম্বারে একটি আপিল দায়ের করে অভিযোগ করেছে, আইসিসির তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ ছিল। একইসাথে আপিল নিষ্পত্তির সময় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করারও দাবি করেছে তেল আবিব।

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গত সপ্তাহে আইসিসি নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আইসিসির আইন অনুযায়ী, হেগ-ভিত্তিক আদালত অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করে না এবং মামলা শুরু করার জন্য আসামীদের অবশ্যই শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। সে কারণে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টকে আদালতে উপস্থিত হতে হবে।

গ্রেপ্তারি পরোয়ানা বাতিলে ইসরাইলের আবেদন প্রত্যাখ্যান করতে হবে ; হেগের আদালতকে করিম খানের বার্তা

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ