01 Mar 2025, 03:18 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ৬০ হাজার কর্মী নেবে জার্মানি। এই প্রক্রিয়া সহজ করতে পরিবর্তন আনা হচ্ছে অভিবাসন আইনে। ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া আইনের অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা।

দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে জার্মানি। সংকট মোকাবিলায় বিদেশ থেকে দক্ষ কর্মী আকর্ষণে অভিবাসন আইন পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এই বিষয়ে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের তৈরি করা নতুন খসড়ার অনুমোদন দিয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের মন্ত্রিসভা। জার্মান পার্লামেন্টের দুই কক্ষে পাস হলে আইনটি কার্যকর হবে।

২০ লাখ শূন্যপদ : গত কয়েক বছর ধরে প্রয়োজনীয় কর্মীর অভাবে ভুগছে জার্মানি। জন্মহার কমে যাওয়ায় অবসরে যাওয়া বয়স্কদের শূন্যস্থান পূরণে যথেষ্ট সংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই দেশটিতে।

গত বছর জনবল ঘাটতির প্রভাবে রেল ও বিমানের সময়সূচিতেও বিপর্যয় দেখা দিয়েছিল। ব্যবসায়ীদের সংগঠন জার্মান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক জরিপে প্রায় ৫৬ শতাংশ কোম্পানি কর্মী ঘাটতি থাকার কথা জানিয়েছে।

শ্রম মন্ত্রণালয়ের হিসাবে, ২০২২ সালের শেষে শূন্যপদ ছিল প্রায় ২০ লাখ, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এই অবস্থা চলতে থাকলে ২০৩৫ সাল নাগাদ শ্রম বাজারে ৭০ লাখ কর্মী ঘাটতি থাকবে বলে সতর্ক করেছেন বিশষজ্ঞরা।

‘দক্ষ কর্মীরা স্বাগত’ : অভিবাসনের জন্য আকর্ষণীয় না হওয়ায় জার্মানির বর্তমান আইন নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। কর্মী চাহিদা মেটাতে এই আইনের পরিবর্তন ওলাফ শলৎসের জোট সরকারের অন্যতম এজেন্ডা। এরইমধ্যে শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে নতুন আইনের খসড়া তৈরি করেছে। বুধবার তার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার এই পদক্ষেপকে জার্মানির ‘নতুন অভিবাসন নীতির পথ চলার ভিত্তিপ্রস্তর’ হিসেবে অভিহিত করেছেন। মন্ত্রিসভার অনুমোদনের পর টুইটে তিনি লিখেছেন, ‘অর্থনৈতিক সাফল্যে অবদান রাখতে পারেন এমন যেকোনও দক্ষ কর্মী (জার্মানিতে) স্বাগত।’

খসড়া আইনে বলা হয়েছে, এটি বাস্তবায়ন হলে প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ৬০ হাজার কর্মীকে জার্মানিতে আনা সম্ভব হবে।

নতুন আইনে যা আছে : মন্ত্রিসভায় আইনটি উপস্থাপন করেছেন শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল ও স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা। এই আইনের মূলত তিনটি ধাপ রয়েছে বলে জানান হাইল।

প্রথমত, কোনও কাজে দক্ষ এবং জার্মানিতে চাকরির প্রস্তাব আছে এমন ব্যক্তি আগের চেয়ে সহজে জার্মানি আসতে পারবেন। দক্ষতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ডিগ্রির বদলে চাকরির পূর্ব অভিজ্ঞতাকেও বিবেচনায় নেওয়া হবে।

দ্বিতীয়ত, সংশ্লিষ্ট খাতে কারও ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং ডিগ্রি বা কারিগরি প্রশিক্ষণ থাকলে তিনিও চাকরি নিয়ে জার্মানিতে আসতে পারবেন।

তৃতীয় ধাপে, চাকরির চুক্তিপত্র না থাকাদের জার্মানিতে এসে কাজ খোঁজার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে বেশ কিছু বিষয়ে পয়েন্টের ভিত্তিতে আগ্রহী ব্যক্তিকে ‘অপরচুনিটি কার্ডের’ জন্য যোগ্য বিবেচিত হতে হবে। এর মধ্যে আছে শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স ইত্যাদি।

ব্লু কার্ড ও পারিবারিক ভিসা : দক্ষ কর্মীদের জন্য জার্মানি আগে থেকেই ‘ব্লু কার্ড’ দিয়ে আসছে। এর ফলে তারা দীর্ঘমেয়াদে জার্মানি ও ইউরোপে বসবাস ও চাকরির অনুমতি পেয়ে থাকেন। নতুন আইনে সেটি পাওয়া আরও সহজ হবে।

কারও ডিপ্লোমা সনদ ও চাকরির চুক্তিপত্র থাকলে তারা ইউরোপীয় ইউনিয়নে চার বছর পর্যন্ত থাকার এই অনুমতি পাবেন। এক্ষেত্রে ন্যূনতম বার্ষিক আয়ের যে শর্ত ছিল তার পরিমাণ আগের চেয়ে কমানো হবে। বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও প্রাসঙ্গিক চাকরির অভিজ্ঞতাসম্পন্ন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা ব্লু কার্ড পাবেন।

শুধু কর্মী নন, নতুন নিয়মে তাদের পরিবারও জার্মানিতে সহজে আসা ও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবেন।

বিদেশে অর্জিত কারিগরি ডিগ্রি জার্মানিতে স্বীকৃত না হলেও অভিবাসীরা চাকরি করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে।

সবশেষ শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি সনদ দেখানো সাপেক্ষে চাকরি খোঁজার জন্য এক বছর পর্যন্ত জার্মানিতে থাকার অনুমতি পাবেন।

 

প্রতি বছরে ৬০ হাজার অভিবাসীর কাজের সুযোগ দিচ্ছে জার্মান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকিতে রাতের একটি প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন সেনাবাহিনীর দ’ুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় জন সৈন্য নিহত হয়েছে। বৃহস্পতিবার এক জেনারেল এ কথা বলেছেন।

মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা ছিল গত আট বছরেরও বেশি সময়ের মধ্যে এই ধরনের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা।

ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি নিয়মিত অনুশীলনের সময় এয়ারক্রাফটের পাইলটরা নাইট ভিশন গগলস ব্যবহার করে উড়ছিল এবং গ্রাইন্ডে ক্ষয়ক্ষতি এড়াতে একটি আবাসিক এলাকার এক খোলা মাঠে অবতরণ করে।

লুবাস বলেছেন, বিধ্বস্তের ফলে ‘ক্রাফটিতে থাকা ৯ পরিষেবা সদস্যের মৃত্যু হয়েছে’। তারা সকলেই কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে অবস্থিত ১০১তম এয়ারবর্ন ডিভিশনের সদস্য।

পাঁচজন সৈন্য একটি হেলিকপ্টারে এবং চারজন অন্যটিতে ছিল। সামরিক বাহিনী এখনও নিহতদের পরিবারকে অবহিত করার জন্য কাজ করছে।

আলাবামায় যেখানে ইউএস আর্মি এভিয়েশনের সদর দপ্তর রয়েছে সেখান থেকে একটি তদন্তকারী দল ফোর্ট ক্যাম্পবেলের দিকে যাচ্ছে। এখনো হেলিকপ্টার দ’ুটির কীভাবে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

লুবাস বলেন, ‘আলাবামা থেকে আমাদের একটি নিরাপত্তা দল ফোর্ট রাকার আসছে, যারা বিমানের নিরাপত্তা এবং বিশেষ করে এই তদন্তে বিশেষজ্ঞ।’

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সেনাদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যারা দুর্ঘটনায় উদ্ধার কাজে সাড়া দিয়েছেন তাদের প্রশংসা করেছেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘এই মর্মান্তিক ক্ষতির জন্য দুঃখিত’। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা এই ভয়ানক, সত্যিকারের ভয়ঙ্কর, দুর্ঘটনার প্রেক্ষিতে শোকাহতদের পাশে দাঁড়িেেয়ছি।’

এমএসএনবিসি দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এমন একজন স্থানীয় বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, ‘দুটি হেলিকপ্টার সবেমাত্র আকাশ থেকে অদৃশ্য হয়ে গেছে। তীব্র আলোর ঝলকানি দেখা যায়।’ নিক টমাসজেউস্কি বলেন, অ্যাম্বুলেন্স আসার প্রায় ৩০ মিনিট আগে আরও একটি হেলিকপ্টার সেখানে এলাকাটি প্রদক্ষিণ করে।

ইউএস আর্মি কমব্যাট রেডিনেস কেন্দ্রের মুখপাত্র জিমি কামিংস এএফপি’কে জানিয়েছেন, শেষবার ২০১৫ সালের ১০মার্চ ফ্লোরিডা উপকূলে একটি রাতের প্রশিক্ষণ মিশনের সময় লুইজিয়ানা ন্যাশনাল গার্ড ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়। সূত্র: বাসস

সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ মার্কিন সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন- ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের তুর্কি বাধা অবশেষে কাটলো। তুরস্কের পার্লামেন্ট বৃহস্পতিবার ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়া সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রতিরক্ষা জোটে যোগদানে হেলসিঙ্কির শেষ বড় বাধা দূর হলো।

হাঙ্গেরির পার্লামেন্টের পর বৃহস্পতিবার হেলসিঙ্কির ন্যাটোতে যোগদানের বিষয়ে হওয়া ভোটে ২৭৬ বিধায়ক ফিনল্যান্ডের পক্ষে ভোট দেন। ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী জোটের ৩০ জন সদস্যের মধ্যে তুর্কি পার্লামেন্টই ছিল সর্বশেষ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ মাসের শুরুতে বলেছিলেন, আঙ্কারা সন্ত্রাসী মনে করে এমন সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পর, ফিনল্যান্ডের বিষয়ে অবস্থান বদলেছে তুরস্ক।

ভোটের পর ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো সমর্থন দেওয়ার জন্য ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্রকে ধন্যবাদ জানান।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি তাদের বিশ্বাস এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ফিনল্যান্ড শক্তিশালী মিত্র হবে এবং জোটের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

ফিনল্যান্ডের সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি ভোটকে স্বাগত জানাই। ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো পরিবার আরও শক্তিশালী এবং নিরাপদ হয়ে উঠবে।’

এদিকে তুরস্ক এবং হাঙ্গেরির আপত্তির মুখে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি ঝুলে আছে।

কুর্দি যাদের তুরস্ক ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে, অভিযোগ আছে সুইডেন তাদের মদদ দেয়। ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থানের প্রচেষ্টার সঙ্গে এই ‘সন্ত্রাসীরা’ জড়িত বলেও অভিযোগ করে আসছে আঙ্কারা।

এ ছাড়া সম্প্রতি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের ওপর চরম ক্ষিপ্ত আঙ্কারা সূত্র: আল জাজিরা

 

ন্যাটোতে ঢুকতে ফিনল্যান্ডের আর বাধা রইল না ; তুরস্কের সংসদে অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডিয়ান হাউস অব কমন্স আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) আইন (বিল এস-২১৪) পাস করেছে। এই বিলটি গৃহীত হওয়ার মাধ্যমে কানাডা এখন প্রতি বছর ২১ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মানিত করবে।

কানাডায় বাংলাদেশ হাইকমিশন শুক্রবার বলেছে, বাংলাদেশি কানাডিয়ান এবং বিশ্বব্যাপী মাতৃভাষার প্রবক্তাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

অনুষ্ঠানে হাইকমিশন ১৯৯৯ সালে ইউনেস্কো এবং পরে জাতিসংঘ কর্তৃক আইএমএলডি গৃহীত হওয়ার জন্য প্রয়াত রফিকুল ইসলাম, আবদুস সালাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের স্বীকৃতি দেয়।

মিশন বলেছে, ‘কানাডার পার্লামেন্টে বিল এস-২১৪ পাস করার উদ্যোগ নেওয়ার জন্য আমিনুল ইসলামের অবদানকেও আমরা স্বীকৃতি দিই।’

বিলটির আলোচনা ও পাসের সময় হাউস অব কমন্সে বাংলাদেশ থেকে কানাডা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

কেন হার্ডি এমপি বিলটি হাউসে উত্থাপন করেছিলেন এবং সিনেটর মবিনা এস জাফর, যিনি এর আগে কানাডিয়ান সিনেটে বিলটি পাসের নেতৃত্ব দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন।

প্রায় এক দশক ধরে সংসদ সদস্য ও সিনেটরদের সঙ্গে বিল এস-২১৪ নিয়ে অটল থাকার জন্য বিশ্ব সমাজের মাতৃভাষা প্রেমী এবং এর সভাপতি আমিনুলের উদ্যোগ ও অবদানকে হাই কমিশন স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশ মিশন বলেছে, ‘বিল এস-২১৪ গ্রহণ করা ভাষাগত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি কানাডার প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিলটি স্বীকৃতি দেয় যে ভাষা একজন ব্যক্তির পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপরিহার্য দিক এবং ভাষাগত বৈচিত্র্যকে উদযাপন করা, প্রচার করা এবং সংরক্ষণ করা উচিত।’

 

কানাডার জাতীয় সংসদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় মার্কিন সাংবাদিক ইভান গেরশকোভিচকে গ্রেফতারের পর তিনি এ আহ্বান জানান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) টুইটারে দেয়া এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, ‘রাশিয়ায় একজন মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ওই দেশ ত্যাগের অনুরোধ জানানো হচ্ছে।’

গ্রেফতারহওয়া ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি রুশ বংশোদ্ভূত হলেও আমেরিকান নাগরিক। মার্কিন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি) জানিয়েছে, ৩১ বছর বয়সী ইভান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন তথ্য পাওয়ার চেষ্টা করছিলেন। তিনি আমেরিকার জন্য গুপ্তচরবৃত্তি করতেন।

রুশ গোয়েন্দা সংস্থার এই ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্লিনকেন। বিবৃতিতে ব্লিনকেন জানান, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠস্বরকে ভয় দেখানো, দমন ও শাস্তি দেওয়ার ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরেও সাংবাদিক ইভানকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি জানান, মার্কিন প্রশাসন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া এ বিষয়ে রুশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে গ্রেফতার হওয়া ইভানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে ক্রেমলিন এখনও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণে সতর্ক করে নির্দেশিকা জারি করেছিল ওয়াশিংটন। নির্দেশনায় বলা হয়েছে, রুশ কর্তৃপক্ষ যেকোনো সময় বিদেশিদের আটক বা গ্রেফতার করতে পারে।

 

সাংবাদিক আটকের পর মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জনালেন ব্লিনকেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফৌজদারি মামলায় ফেঁসে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে অভিযুক্ত করেছে ম্যানহাটানের একটি গ্রান্ড জুরি। যদিও ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন মাধ্যমের খবর বলছে, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলাতেই ফেঁসেছেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি মামলার মুখে পড়তে চলেছেন তিনি।

খবরে বলা হচ্ছে, সাবেক পর্নো তারকা স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে শাস্তি পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। স্টর্মির অভিযোগ, মুখ বন্ধ করার জন্য তাকে ঘুস হিসেবে টাকা দিয়েছিলেন ট্রাম্প।

কে এই স্টর্মি ড্যানিয়েলস : পর্নো অভিনেত্রী হিসেবে পরিচিত স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। ২০১০ সালে তিনি লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর মনোনয়নের জন্য প্রতিযোগিতা করে রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। ২০১১ সালে নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ লেখেন তিনি। এটি নিয়েই মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি প্রথমবার ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা প্রকাশ করেন।

স্টর্মির এই সাক্ষাৎকার নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা যুক্তরাষ্ট্র তথা বিশ্বে। সংবাদমাধ্যমের সামনে স্টর্মি দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের শুরু হয়েছিল। সেই বছর জুলাই মাসে একটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপরে ক্যালিফোর্নিয়া ও নেভাডার রিসোর্ট এলাকার হোটেলে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলেও দাবি করেন তিনি।

পর্নো তারকার দাবি, এই শারীরিক সম্পর্কের কথা যেন কেউ জানতে না পারে, সে জন্য তাকে প্রবল চাপ দেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী।

এই অভিযোগেই তদন্ত শুরু হয় সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তদন্ত করেন ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ। তারই প্রতিবেদনের ভিত্তিতে এবার অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। তবে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুব স্বাভাবিকভাবেই আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করবে এই প্রতিবেদন। তবে ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন এ ধনকুবের।

ট্রাম্পের আইনজীবী সুসান নিচেলিস এবং জোফেস ট্যাকোপিনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা পূর্ণশক্তিতে এই মামলা লড়বেন।

যদিও এসবের অনেক আগেই এক বিবৃতিতে ট্রাম্প নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা। এর আগে কখনো এই পর্যায়ে রাজনৈতিক নিপীড়ন হয়নি এবং নির্বাচনী কাজে হস্তক্ষেপ ঘটানো হয়নি। যদিও ট্রাম্প তার দাবির সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি দেখাননি।

 

ফৌজদারি মামলায় ফেঁসে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মোঃ বাবর আলী  : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের ফুলসুরাতনকে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড দেওয়া হয়। ওই কার্ড দিয়ে প্রথমবার পণ্য ক্রয় করেন তিনি। কিন্তু পরবর্তীতে প্রায় ৮ মাস আগে পণ্য তুলে দেবার কথা বলে নিজের ও তার কাছে থাকা মামা আতিয়ার রহমানের কার্ড দুটি কেঁড়ে নেন ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন বাবু। এ পর্যন্ত বহুবার ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ধন্যা দিয়েও নিজ নামের কার্ড ফেরত পাননি তিনি। গত বুধবার টিসিবির পণ্য বিতরণের স্থানে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, মামা আতিয়ার রহমান ও তার নামের টিসিবির কার্ড দুটি কেঁড়ে নেওয়ার পর তা আর ফেরত দিচ্ছেন না ওই ইউপি মেম্বার। গতকাল আবারও কার্ড ফেরত চাইতে তাকে জানিয়ে দেওয়া হয় তার নামে কোন কার্ড নেই।

তার মামা আতিয়ার রহমান বলেন,  আমার নামে কার্ড আসলে একবার ওই কার্ডে পণ্য ক্রয় করেছি। কিন্তু পরবর্তীতে আমার ভাগ্নি ফুলসুরাতনের কাছ থেকে ইউপি মেম্বার কার্ড দুটি কেঁড়ে নিয়ে আর ফেরত দেননি। এছাড়াও কার্ড কেঁড়ে নেওয়ার একই অভিযোগ ওই ওয়ার্ডের উসমান আলী, ছায়েদ আলীর, ইব্রাহীম আলীর। তাদের পরিবারের লোকজনরাও সাংবাদিকের কাছে একই অভিযোগ করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, সকালে টিসিবির পণ্য ক্রয়ের জন্য লাইনে দাড়িয়ে আছেন কার্ড ধারীরা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে এক যুবক সাইকেলে করে বস্তা ভর্তি টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে। গেঁটের সামনের স্থানীয় লোকজন ও সাংবাদিকের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করেন এসব পণ্য ১নং ওয়ার্ড ইউপি মেম্বারের। এখানে ৬ জনের পণ্য রয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বারের মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে যাদবপুর ইউপির চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে দেখছি যদি ওই ইউপি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহের মহেশপুরের ইউপি মেম্বার জসিম উদ্দিন বাবুর বিরুদ্ধে টিসিবির পণ্য ক্রয়ের কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের ঐতিহ্যবাহি হরিণাকুণ্ডু প্রেসক্লাবের পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্তি করে বার্ষিকী কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের সহ-সভাপতি বিপ্লব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদিপ্ত সালামের সঞ্চালনায় বুধবার (২৯ মার্চ) বিকালে চিলি প্যালেস রেস্টুরেন্টের এক সম্মেলন কক্ষে নীতি-নির্ধাকের পূর্ণাঙ্গ কমিটির নির্ধারিত সভায় সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। এতে সভায় সর্বস্মতিক্রমে দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মো: সুদিপ্ত সালাম-কে সভাপতি ও দৈনিক আমাদের সময় ও আনন্দ টিভির ঝিনাইদহ প্রতিনিধি  মো: জাফিরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি এম.টুকু মাহমুদ-কে অতিরিক্ত সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩০ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে ১ বছর মেয়াদী নির্ধারণ করা হয়েছে।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে,ইমদাদুল হক বিশ্বাস, ( দৈনিক বাংলাদেশের আলো) সহ-সভাপতি হিসেবে, রাব্বুল হোসেন ( সব পাঠকের কাগজ দৈনিক দেশের কন্ঠ) সহ-সহভাপতি: সাইফুর রহমান বাদল, স্টাফ রির্পোটার দৈনিক সময়ের কাগজ,সহ- সভাপতি: মামুনুর রশিদ টিটন ( যায়যায়দিন), সহ-সভাপতি: আবুল কালাম আজাদ,সহ-সভাপতি: ইকতিয়ার উদ্দীন ( দৈনিক শ্যামবাজার),সহ-সভাপতি: মোঃ বিপ্লব হোসেন ( দৈনিক গ্রামের কন্ঠ), আনিচুর রহমান লিটন( দৈনিক জবাবদিহি),

যুগ্ম সাধারণ সম্পাদক: সোহরাব আলী ( দৈনিক সময়ের সমীকরণ ),যুগ্ম সাধারণ সম্পাদক: তৈয়বুর রহমান ( সাপ্তাহিক সীমান্তবাণী), যুগ্ম সাধারণ সম্পাদক: স্বাধীন আহমেদ ( দৈনিক বাংলাদেশের আলো),যুগ্ম সাধারণ সম্পাদক: শরিফ জাহান চাঁদ, সাংগঠনিক সম্পাদক: জাভেদ হাসান আক্তার, দপ্তর সম্পাদক: তুষার হাবিব,প্রচার সম্পাদক: রাজন মিয়া,

অর্থ সম্পাদক: আব্বাস আলী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বনি আহমেদ,আইসিটি সম্পাদক, মোস্তাফিজুর রহমান টুটুল,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, শাহাদত হোসেন, নির্বাহী সদস্য: মোঃ আশিকুজ্জামান, নির্বাহী সদস্য: আবদুল্লাহ আল মামুন,নির্বাহী সদস্য: মোঃ জামিরুল ইসলাম,নির্বাহী সদস্য: আবুল কালাম আজাদ,নির্বাহী সদস্য: ইমারুল ইসলাম,নির্বাহী সদস্য: মাহবুবুর রশিদ টুলু।

এছাড়াও কমিটিতে সকলের সর্বসম্মতিক্রমে  উপদেষ্টামন্ডলী হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বাবু মিয়া- প্রকাশক, ঝিনাইদহ সংবাদ,আবুল কালাম আজাদ জেলা প্রতিনিধি দৈনিক বাংলার নবকণ্ঠ।

উল্লেখ্য প্রেসক্লাব এর সাংবাদিকদের মান উন্নয়নে নেতৃবৃন্দ নানা দিক ফলপ্রসূ আলোচনা করেন।

 

হরিণাকুণ্ডু প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন ; সভাপতি সুদীপ্ত সালাম সম্পাদক জাফিরুল ইসলাম 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বব্যাপী অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে।

আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংবাদ সংস্থাটি এক নিবন্ধে লিখেছে, ‘তিনি (শেখ হাসিনা) টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।’ একই সঙ্গে শেখ হাসিনাকে পুরো তহবিল পেতে আরও সংস্কার করতে হবে বলেও পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয় যে, যে তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন।

নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনার বিজয়ের কারণ ‘কেবলমাত্র তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছে বা আইনী ফাঁদে পড়েছেন-এটা নয় বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত।’

আগামী জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষিণ এশিয়ার দেশটির সময়োপযোগী সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রাপ্তির পটভূমিতে ব্লুমবার্গ দু’টি উপ-শিরোনামসহ ‘বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর উইল পে অফ ইন পোলস’ শিরোনামের এই নিবন্ধটি প্রকাশ করে।

এতে বলা হয়, পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করতে হবে। নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মতো জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।
ব্যালট বাক্সে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়শই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মত নন। তার দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়ন দক্ষিণ এশিয়ার এই দেশটি ঘুরে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তান এখনও জ্বালানি ভর্তুকি নিয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে, কারণ, তারা গত সপ্তাহে আইএমএফ তহবিল পেতে কর এবং সুদের হার বাড়িয়েছে।

গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানি মূল্য বৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। ৭৫ বছর বয়সী শেখ হাসিনা এই পদক্ষেপ নিতে কোন কুন্ঠা বোধ করেননি।

 

চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা : ব্লুমবার্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে তারা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তাঁরা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সন্তোয় প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম এবং বিজয়র অর্জনের মতো বেশকিছু ক্ষেত্রে অভিন্ন মিল রয়েছে। ভিয়েতনামের স্বাধীনতার সংগ্রামের প্রতি এদেশের জনগনের প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে পাকিস্তানি জান্তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধের শ্লোগান ছিল ‘বাংলা হবে ভিয়েতনাম’।
কৃষিখাতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ঘণবসতিপূর্ণ দেশ। এ দেশের জনসংখ্যা বিপুল, ‘তাই আমরা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গবেষকদের নিয়োজিত রেখেছি।’
প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কানেকটিভিটির ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভিয়েতনামের বিদায়ী দূতকে ধন্যবাদ এবং তার দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সফলতার প্রতি অভিনন্দন জানান।
ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন নিজেকে ‘বাংলদেশের বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভিয়েতনামের সরকার ও কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে।
ভিয়েতনামী নেতার পক্ষে রাষ্ট্রদূত দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বানিজ্যিক সম্পর্ক রয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। তিনি আরো বলেন, তৈরি পোশাক খাতে উভয় দেশ সহযোগিতা আরো জোরদার করতে পারে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ