27 Feb 2025, 01:06 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী আলোচক জাকির নায়েককে ওমান থেকে ভারতে ফেরত আনার চেষ্টা করছে দেশটির সরকার। ভারতীয় গোয়েন্দা সংস্থা জাকির নায়েককে গ্রেপ্তার তৎপরতার এই তথ্য জানিয়েছে। ইতোমধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওমানের প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকির নায়েককে ওমানে আমন্ত্রণ জানানো হয়েছে। দু’টি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, ওমানের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বৃহস্পতিবার (২৩ মার্চ) সেখানে প্রথমে ভাষণ দেবেন। কুরআন কেন গোটা বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় তা নিয়ে বক্তব্য রাখবেন তিনি।

পরবর্তী ভাষণ দেবেন ওমানের সুলতান কাবুল বিশ্ববিদ্যালয়ে। বক্তব্যের বিষয়, মানবসমাজের দয়ালু ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ সা.। এই ভাষণটি হবে আগামী ২৫ মার্চ।

তবে জাকির নায়েকের মুম্বাইয়ের আইনজীবী মুবিন সোলকার, এই বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের শেষের দিকে জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। হিংসা ছড়ানো, বন্দি করে রাখা ও ধর্মীয় সাম্প্রদায়িকতার ছড়ানোর মতো অভিযোগ আনা হয়েছিল জাকির নায়েক ও তার সংগঠনের বিরুদ্ধে।

পরে ভারত ছেড়ে জাকির নায়েক ঠাঁই নেন মালয়শিয়াতে। একটি আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়, এরপর মালয়শিয়াতেও দেশের আইন ভঙ্গ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে ততদিনে সে দেশের নাগরিকত্ব নিয়ে ফেলেন এই ধর্মীয় প্রচারক।

 

ওমানে গেলে জাকির নায়েককে আটকের চেষ্টা করতে পারে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তুলে সেটি প্রকাশ করে সংস্থাটি। চাঁদ দেখা যাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে দেশটির সাধারণ মানুষ সিয়াম-সাধনা শুরু করবেন।

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাসট্রোনমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমযানের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহসহ তিনজন বিশেষজ্ঞ চাঁদের ছবিগুলো তোলেন। ওই ছবিতে আকাশে পরিষ্কারভাবে চাঁদ দেখা যায়।

কীভাবে সকাল বেলাতেই দেখা গেল চাঁদ? : জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ বিষয়টি খোলাসা করেছেন সংবাদমাধ্যম খালিজ টাইমসের কাছে।

তিনি বলেছেন, ‘অর্ধচন্দ্র ওঠার পরই এটি যে কোনো সময় দেখা যায়। যা আজ হয়েছে (নতুন চাঁদটি ওঠেছে) সকাল ৬টা ৫১ মিনিটে। কিন্তু সূর্যের উজ্জ্বল আলোর কারণে চাঁদ এবং তারা দিনের বেলা দেখা যায় না। এ কারণে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।’

তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দিনের বেলা চাঁদ দেখার জন্য শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেছে। এটি করা হয়েছে অ্যাস্ট্রো ইমাজিং পদ্ধতির মাধ্যমে।’

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ আজ চাঁদ দেখার চেষ্টা করবে। আর আমরা আগেই চাঁদের ছবি তুলতে সক্ষম হওয়ায় তারা জানতে পারবে চাঁদ ইতোমধ্যে উঠে গেছে এবং তারা এটি দেখার চেষ্টা করবে।’ সূত্র: খালিজ টাইমস।

 

মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে সকালেই দেখা গেছে রমযানের চাঁদ ; বৃহষ্পতিবার থেকে রোযা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পদস্থ এক গোয়েন্দা কর্মকর্তা এবং ৩ পাক-সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়ে জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তাবাহিনীর ওপর সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল।

হামলায় পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই’র সন্ত্রাসবাদ-বিরোধী বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল নিহত হয়। তার সঙ্গে আরও ৩ সেনাও নিহত হবার খবর দিয়েছে ইরনা। সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানের সেনারা পাল্টা হামলা চালালে ৩ সন্ত্রাসীও নিহত হয়। হামলা পাল্টা হামলায় ৭ পাকিস্তানী সেনাও আহত হয়েছে যাদের অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠি ওই হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে তেহরিকে তালেবান সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবার পর ওই গোষ্ঠিটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন শহরে হামলা বাড়িয়ে দিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। হামলার শিকারে পরিনত হয়ে মারা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক বহু নিরীহ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই সরকারও সন্ত্রাস-বিরোধী নয়া অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক এলাকার মধ্যে রয়েছে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান। এই এলাকাগুলো তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিচরণক্ষেত্র।

 

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পদস্থ ১ গোয়েন্দা কর্মকর্তা ও ৩ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করে নিয়েছে আমেরিকা তবে এ সম্পর্ককে একটি জোট বলতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্রাটেজিক কমিউনিকেশন্স কো-অর্ডিনেটর জন কিরবি মঙ্গলবার এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিগত বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। তবে এই সম্পর্ককে তিনি একটি জোট হিসেবে মেনে নিতে অস্বীকার করেন।

কিরবি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের প্রভাব প্রতিহত করতেই বেশি ইচ্ছুক রাশিয়া ও চীন। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা আরো বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাম্প্রতিক মস্কো সফরের ফলে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সহসাই বন্ধ হবে বলে হোয়াইট হাউজ মনে করছে না। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য চীন রাশিয়াকে সমরাস্ত্র দেবে বলেও ওয়াশিংটন মনে করছে না বলে জানান জন কিরবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরে যাওয়ার পর এসব মন্তব্য করেন মার্কিন প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তা। চলতি মাসের গোড়ার দিকে শি রেকর্ড সংখ্যক তৃতীয়বারের মতো চীনা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

সোমবার পুতিন ও শি ক্রেমলিনে প্রায় সাড়ে চার ঘণ্টা অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হয় এবং পুতিন এসব বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ‘অত্যন্ত গঠনমূলক’ বলে মন্তব্য করেন।

 

চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী হচ্ছে : হোয়াইট হাউজের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী জারজ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রীর ফিলিস্তিন বিরোধী ‘বর্ণবাদী ও উস্কানিমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ নিন্দা জানান।

পোস্টে তিনি বলেন, এ ধরনের বক্তব্য পরিষ্কারভাবে জর্দানসহ সবগুলো আঞ্চলিক দেশের বিরুদ্ধে দখলদার ইসরাইল সরকারের আগ্রাসী ও লোলুপ দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটায়। তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধকে বিজয়ের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেন।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ গত সোমবার দাবি করেন, ফিলিস্তিনি জনগণ, ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কোথাও নেই। তিনি আরো বলেন, “ফিলিস্তিনি জনগণ হচ্ছে বিগত শতাব্দির একটি আবিষ্কার।” ইসরাইলি মন্ত্রী বলেন, “আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরাইলি ভূমিতে প্রতিস্থাপন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা।” এটিকে ওই ইসরাইলি মন্ত্রী ‘ঐতিহাসিক বাস্তবতা’ বলে বর্ণনা করেন।

ইসরাইলি মন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন ১৯৪৮ সালের আগে পৃথিবীতে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল নামক একটি জারজ রাষ্ট্রের জন্ম দেয়।

এর আগে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াও উগ্র ইসরাইলি মন্ত্রী স্মোটরিচের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ওই মন্ত্রী একটি ‘বর্ণবাদী মতাদর্শ’ প্রচার করছেন।

 

জারজ রাষ্ট্র ইসরাইলী মন্ত্রীর ফিলিস্তিন বিরোধী বর্ণবাদী ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানে অন্তত ৩০ সেকেন্ডব্যাপী স্থায়ী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে আফগানিস্তান ও পাকিস্তানের বেশিরভাগ এলাকায় এবং ভারতের একাংশে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়; রিখটারস্কেলে যার মাত্রা ছিল ৬.৫।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল উত্তর-পূর্ব আফগানিস্তানের জুর্ম অঞ্চলের ১৮৭ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পাঁচতলা ভবনের ৫০ বছর বয়সি একজন অধিবাসী জানান, ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি তার জীবনে এত শক্তিশালী ভূকম্পণ আর অনুভব করেননি বলে জানান তিনি।

তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আফগান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় বলেন, “আল্লাহর শুকরিয়া, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আমরা আশা করছি দেশের সব নাগরিক নিরাপদে রয়েছেন।” সারাদেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও মুজাহিদ জানান।

পাকিস্তানে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। দেশটির রাওয়ালপিন্ডি শহরে বসবাসকারী অবসরপ্রাপ্ত অধ্যাপক ইখলাক কাজমি জানান, ভূমিকম্প শুরু হলে তার ঘরের পুরো অংশ জুড়ে নড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের জরুরি পরিসেবাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

 

পাকিস্তান ও আফগানিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ সরকার ইউক্রেনকে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র দেয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ঘটনা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

গত সোমবার ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি লন্ডনে এক বক্তব্যে বলেন, ব্রিটেন ইউক্রেনে চ্যালেঞ্জার ২ নামের যে যুদ্ধ ট্যাংক পাঠাচ্ছে তার কোনো কোনোটিতে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এসব ট্যাংক ইউক্রেনকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কোয় সাংবাদিকদের বলেন, “যুক্তরাজ্য ঘোষণা করেছে তারা শুধু ইউক্রেনকে ট্যাংকই দিচ্ছে না সেই সঙ্গে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ শেলও পাঠাচ্ছে। যদি এ ঘটনা ঘটে তাহলে রাশিয়া জবাব দিতে বাধ্য হবে।”

এছাড়া, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত মস্কো ও পাশ্চাত্যকে ‘একটি পারমাণবিক সংঘাতের দিকে’ কাছাকাছি নিয়ে যাচ্ছে।তিনি আরো বলেন, “আরেকটি পদক্ষেপ নেয়া হলো এবং আর মাত্র অল্প কিছু পদক্ষেপ বাকি রয়েছে।”

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, অল্প মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলার অর্থ হচ্ছে হাল্কা মাত্রার পারমাণবিক অস্ত্র। তিনি বলেন, “স্বাভাবিকভাবেই রাশিয়াকে কোনো না কোনোভাবে এর জবাব দিতে হবে।”

২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্রসস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে এবং এখন পর্যন্ত পশ্চিমারা কয়েকশ’ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে।

 

 

 

 

পরমানু যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব ; ইউক্রেনকে কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা দেবে ব্রিটেন ; রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউস ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারী বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার ৭ হাজার ৮৫০ জন কৃষকের মাঝে আউস ধানের বীজ ও সার এবং ১ হাজার ৮ শত জন কৃষকের মাঝে পাটের বীজ ও সার বিতরণ করা হবে।

২১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী ও

উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন।

 

ঝিনাইদহের মহেশপুরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উন্নয়ন প্রকল্পে বিদেশি গাড়ির পরিবর্তে দেশে তৈরি প্রগতি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি গাড়ি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এক হাজার ৭৩০ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক ভবন নির্মাণ করা হয়েছে। অথচ সেগুলো পড়ে আছে। এসব ভবন কাজে লাগাতে হবে। ভবন ফেলে রাখা যাবে না। দক্ষ জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হবে। এরই মধ্যে কেনা হয়েছে এমন যন্ত্রপাতি ও নির্মিত ভবন ফেলে রাখা যাবে না।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না। প্রকল্প পরিচালকের দায়িত্ব স্বাধীন হতে হবে। প্রকল্প ব্যবস্থাপনায় নিজস্ব বিধিবিধান অনুসরণ করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কৃষিপণ্য রফতানি বাড়াতে ও রফতানির সুযোগ দেখতে হবে। জমি পতিত (ফেলে রাখা) রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা, জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখতে হবে।

প্রধানমন্ত্রী দেশি মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশি রাক্ষুসে মাছ এনে যেন ক্ষতি না করা হয়। ‘দারিদ্র্য দূরীকরণ’ শব্দ বাদ দিয়ে ‘দক্ষ মানবসম্পদ উন্নয়ন’ নামে শব্দ ব্যবহার করতে হবে প্রকল্পে।

 

 

 

 

 

উন্নয়ন প্রকল্পে দেশে তৈরী ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রাম আদালত সচল করা সংক্রান্ত একটি প্রকল্পসহ ৯টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় এক হাজার ৭৩০ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬৩৩ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন এক হাজার ৯৫ কোটি ৪২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন এক কোটি ৪৪ লাখ টাকা।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ মার্চ) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সন্ত্রাসবাদ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধি (প্রথম সংশোধিত)’ প্রকল্প; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘ঢাকাস্থ আগারগাঁওয়ে সংসদ সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের জন্য ১১২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ (প্রথম সংশোধিত) প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা’ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’ প্রকল্প; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প’(দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘The project for the Improvement of Equipment for Technical Edcucation’ প্রকল্প; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন’ (তৃতীয় সংশোধিত) প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন (Installation of Prepaid Gas Meter for TGTDCL)’ (তৃতীয় সংশোধিত) প্রকল্প।

পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

 

 

 

একনেকে ১ হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে গ্রাম আদালতসহ ৯ প্রকল্প অনুমোদন