28 Feb 2025, 09:58 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৫ জনে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।

মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের শেখ জিন্নাহর স্ত্রী নওবাহার বেগম (৬০), পুরাপাড়ার বনগ্রামের জাফর মুন্সীর স্ত্রী হাসিনা বেগম (৫০) এবং ফরিদপুরের মধুখালীর চরবাগাট গ্রামের আরশাদ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৬০)। এরমধ্যে নওবাহার বেগম ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকী দুইজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৭৪ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮০ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৯২ জন ছাড়িয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। রোধ করার যাচ্ছে না মৃত্যুর সংখ্যাও। প্রতিদিনই ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে রোগী। সবাইকে ডেঙ্গুর ব্যাপারে আরও সচেতন হতে হবে।

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ২৭৪

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩৪ জন ছাত্র-ছাত্রী জিপিএ -৫ পাওয়ার মধ্য দিয়ে ঝিনাইদহের  মহেশপুরের শীর্ষে স্থান দখল করে নিয়েছেন যাদবপুর কলেজ।

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যাদবপুর কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় ১২৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ-৫ সহ ১২৮ ছাত্র-ছাত্রী পাস করেছে।

যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম জানান, কলেজের সকল শিক্ষক-শিখিক্ষা আর অভিভাবকদের প্রচেষ্টার কারনেই আজ যাদবপুর কলেজের এ সুনাম অর্জন করতে পেরেছে।

তিনি আরো জানান, অমি প্রতিটা অভিভাবকে কাছে কৃতজ্ঞ।

মহেশপুরের নামি দামি ১০টি কলেজকে টপকিয়ে যাদবপুর কলেজ আজ শীর্ষে উঠল।

 

 

 

 

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুরের শীর্ষে যাদবপুর কলেজ