অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইহুদিবাদী ইসরাইলি নিহত হয়েছে। পরে ওই ফিলিস্তিনি ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে শহীদ হন। এছাড়া, ইহুদিবাদীরা ফিলিস্তিনি গ্রামগুলোতে আগুন লাগিয়ে দেয়।
অধিকৃত ভূখণ্ডে সম্প্রতি হামলা পালটা হামলার ঘটনা মারাত্মকভাবে বেড়ে গেছে। ইহুদিবাদী সেনাদের আগ্রাসনে চলতি বছরের দুই মাসে এ পর্যন্ত ৬০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর জবাবে মাঝে মাঝে ফিলিস্তিনিরাও ইহুদিবাদীদের ওপর জীবন বাজি রেখে হামলা চালাচ্ছেন।
জর্দানের রাজধানী আম্মানে গতকাল যখন ইসরাইল এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তাদের মধ্যে সংঘাত কমানোর উপায় নিয়ে আলোচনা চলছিল তখন ওই দুই ইসরাইলি এবং এক ফিলিস্তিনির হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইহুদিবাদীদের ওপর গতকালের হামলার জন্য ফিলিস্তিনের কোনো সংগঠন দায়িত্ব স্বীকার করেনি।
অন্যদিকে, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন জাভির এক যৌথ বিবৃতিতে বলেছেন, একজন ফিলিস্তিনির হামলায় দুই বেসামরিক ইসরাইলি নিহত হয়েছে।
গতকাল সন্ধ্যার দিকে ইসরাইলি গণমাধ্যম খবর দেয় যে, হাওয়ারা এলাকার কাছে ফিলিস্তিনি এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এ সময় নাবলুস শহরের কাছে কয়েকটি গ্রামে ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শহরের কাছে যাতারা গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে ৩৭ বছর বয়সী এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এদিকে হাওয়ারা এলাকার বেশ কিছু বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে বের করে দিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনী। তারা দাবি করেছে, আগুনের ঝুঁকি থেকে ফিলিস্তিনিদেরকে রক্ষা করতে তাদের বাড়ি থেকে সরিয়ে দেয়া হয়েছে।
Leave a Reply