অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমেরিকার ক্যালিফোর্নিয়ার পেরিস সিটিতে স্থায়ী শহীদ মিনার পেল বাঙালিরা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পেরিস সিটির মেয়র মাইকেল এম ভার্গাস শহীদ মিনারটি উদ্বোধন করেন। এন্জেলেস থেকে ৭০ মাইল দুরে শান্ত শহর হিসেবে পরিচিত পেরিসের নগর ভবনের কাছেই পাবলিক লাইব্রেরির সামনের পার্কে ১ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার ব্যয়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছেন সিটি কাউন্সিল।
স্থানীয় সময় সকাল ১০টায় স্থায়ী শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণ করে পাকিস্থান সরকার। এসময় অনেক তরুণ শিক্ষার্থী শহীদ হন। তাদের মধ্যে রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত অন্যতম। সেই আত্মত্যাগের সিড়ি বেয়েই ১৯৭১ সালে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পাল করে আসছে বাঙালি জাতি। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ দিনটিকে বিশ্বব্যাপী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়।
বাঙালির আবেগ শহীদ মিনার স্থাপন করায় তিনি পেরিস সিটি মেয়র এবং কাউন্সিল মেম্বরদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পেরিস সিটি মেয়র মাইকেল এম ভার্গাস বলেন, একটি জাতি তাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে এমন ঘটনা বিরল। ঘটনাটি শোনার পর থেকে আমি মনে করেছিলাম বাঙালি জাতির এই আত্মত্যাগের ঘটনাটি সবার জানা দরকার। এজন্য বাংলাদেশিদের সাথে কথা বলে আমি এই স্থায়ী শহীদ মিনারটি স্থাপনের উদ্যোগ নেই। বাঙালি জাতির আবেগের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা পেরিস সিটিবাসী গর্বিত।
পেরিস সিটির জনসংখ্যা ৮০ হাজার।
২০১২ সাল থেকে এই শহরে বসবাসরত বাঙালিরা ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনক’ নামের একটি সংগঠনের ব্যানারে মহান শহীদ দিবস উদযাপন করে আসছে। ২০২০ সালে সিটি মেয়র মাইকেল এম ভার্গাসের কাছে স্থায়ী শহীদ মিনারের আবেদন জানিয়ে স্মারকলিপি দেয়। কিছুদিন পর মেয়র সংগঠনের নেতৃবৃদের আমন্ত্রণ জানান। বর্তমান সভাপতি শহীদ আহমেদ মিঠু, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল শাহীন, সহ-সভাপতি টিটো ইসলাম, অ্যাম্বাসেডর শওকত আলম, কনভেনর সাঈদ হিমু, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ বেলাল, উপদেষ্টা সাইফুর ওসমানী জিতু, ইসমাইল হোসেন এবং মোহাম্মদ আলী মেয়রের সাথে দেখা করেন এবং বিস্তারিত আলোচনা করেন। শহীদ মিনারের একটি নমুনা দেখে মেয়র তা প্রতিষ্ঠিত করতে রাজী হন।
অনুষ্ঠানে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম, ভাষা সৈনিক ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস এর প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনক এর সভাপতি শহীদ আহমেদ মিঠু, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান রাজু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল শাহীন, সহসভাপতি টিটো ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস-বালা এর সহ-সভাপতি শেখ সুলতান শাহরিয়ার বাবু, মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামি সহ স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply