অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা চলমান আগ্রাসনে গাজা ভূখণ্ডে ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে। গাজার সরকারি মিডিয়া অফিস গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের ফলে ১০ হাজার মানুষ শহীদ ও নিখোঁজ হয়েছে; এতে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে। গাজার সরকারি অফিস বলছে, উপত্যকার প্রতি কিলোমিটারে এ পর্যন্ত গড়ে ৫০ টন বিস্ফোরক ফেলা হয়েছে।
গত সপ্তাহে হামাস বলেছিল, আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইল ১২ হাজার টনের বেশি গোলাবারুদ ফেলেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে ফেলা আণবিক বোমার শক্তির চেয়ে বেশি শক্তিসম্পন্ন।
ইসরাইলের এই লাগাতার বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞকে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। এছাড়া, স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন ব্যালেরা এই অপরাধের জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতানিয়াহকে বিচারের আওতায় আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।#
Leave a Reply