অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ (শনিবার) দলটির ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে এ দাবি করা হয়। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তৌহিদুল ইসলাম আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর খবর পায় তার পরিবার। তবে কখন তার মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply