অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগে মানুষ ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২১ বিষয়গুলো বুঝতো না। ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়। গত ১৫ বছরে দেশে আমূল পরিবর্তন এসেছে।
মঙ্গলবার রাজশাহীতে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, শিক্ষার নগরী খ্যাত রাজশাহীতে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন। এ কারণে নগরীর শহিদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় ২ দশমিক ৩ একর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনেরও ব্যক্তিগত অবদান রয়েছে।
তিনি আরো বলেন, রাজশাহীতে যারা শিক্ষার জন্য আসে, নভোথিয়েটার নির্মাণের মাধ্যমে তাদের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে। এখানকার শিক্ষার্থীরা এখন বিজ্ঞানভিত্তিক পড়াশোনা আরো উপভোগ করতে পারবে।
এ সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply