এম এ কবীর, ঝিনাইদহ : জাতীয় জাগরণের কবি, কাব্যসুধাকর, বিশ্বনবী গ্রন্থের প্রণেতা, কবি গোলাম মোস্তফার ৬০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৩ অক্টোবর রবিবার সকালে কবির জন্মভূমি ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফা একাডেমি ও গুণীজন স্মৃতি সংসদ আলোচনাসভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি ও রচনা প্রেিতাগিতার আয়োজন করে।
কবি গোলাম মোস্তফা একাডেমির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় কবির লেখা কবিতা সকল শ্রেণির পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবিতে ৫ মিনিট নিরবতা পালন করা হয়। কবি গোলাম মোস্তফা ১৮৯৭ সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৬৪ সালের ১৩ অক্টোবর মৃত্যু বরণকরেন। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেন। তার সব লেখায় ইসলামি ভাবধারার, এর মধ্যে বিশ্বনবী তাঁর শ্রেষ্ঠ গ্রন্থ।
Leave a Reply