অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালু করায় বাংলাদেশ ও আর্জেন্টিনা দুই দেশের জন্যই এটি আনন্দের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বনানীতে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্জেন্টিনা বাংলাদেশে আজ তাদের দূতাবাস চালু করলো। দুই দেশের জন্যই এটি আনন্দের। পুনরায় বাংলাদেশে দূতাবাস চালু করার জন্য আমি আর্জেন্টিনা সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আন্তরিকভাবে একত্রে কাজ করার জন্য মুখিয়ে আছি।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং সে দেশের মানুষকে অভিনন্দন জানিয়েছিলেন। সে সময় থেকেই ইঙ্গিত ছিল, আশা ছিল যে আমরা একসঙ্গে কাজ করবো এবং পুনরায় দূতাবাস চালু হবে। আপনারা যেমনটি কল্পনা করেন, এই বছরের প্রথম তিন মাসে বাংলাদেশ আইএমএফের সূচকে ভালো অবস্থান করে নিয়েছে, যা আর্জেন্টিনাকে এই দেশে দূতাবাস খুলতে আরও আগ্রহী করে তোলে।
Leave a Reply