অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার মত পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
পরিবেশ সৃষ্টি হলেই তিনি দেশে ফিরবেন বলেন জানান সালাহউদ্দিন আহমেদ।
১৪ দিন লন্ডন সফর শেষে আজ রোববার (৫ জানুয়ারি) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির এই নেতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমানের কী দিকনির্দেশনা দিয়েছেন আর কবে দেশে ফিরছেন তিনি। এসব বিষয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ ব্রিফ করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের ধারণা না দিয়ে সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়া উচিত।
তিনি বলেন, যেকোন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানাবে, তবে সেটা সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি যেন না হয়।
Leave a Reply