অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা থেকে অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা ঠেকানোর জন্য শক্ত অবস্থান গ্রহণ করলেও সেখান থেকে সরে গেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
তিনি ঘোষণা করেছিলেন, আমেরিকা থেকে যে বিমানে কলম্বিয়ার নাগরিকদের ফেরত পাঠানো হবে সেই বিমানকে কলম্বিয়ায় প্রবেশে বাধা দেয়া হবে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কলম্বিয়ার নাগরিকদের সাথে মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তিনি অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমানকে দেশের আকাশে প্রবেশে বাধা দেবেন।
পেত্রোর এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে কলম্বিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক মাত্রায় শুল্ক আরোপ এবং দেশটির সরকারি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।
এরপর কলম্বিয়ার প্রেসিডেন্ট অনেকটা নতিস্বীকার করেন। পেত্রোর দপ্তর গতকালই ঘোষণা করেছে যে, আমেরিকা থেকে কলম্বিয়ার যে সমস্ত নাগরিককে বহিষ্কার করা হবে তাদেরকে আনার জন্য প্রেসিডেন্ট পেত্রোর বিমান পাঠানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, “কলম্বিয়ার দেশপ্রেমিক নাগরিকদের অধিকার রয়েছে এবং তাদেরকে কলম্বিয়ার ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়নি এবং করা হবেও না।”
আজ সোমবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক দীর্ঘ পোস্টে পেত্রো ওয়াশিংটনের এই জবরদস্তির নিন্দা করেন। তিনি বলেন, “আপনি আপনার অর্থনৈতিক শক্তি এবং অহংকার ব্যবহার করে একটি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করতে পারেন, যেমন আপনারা চিলির প্রেসিডেন্ট সালভাদোর অ্যালেন্ডের সাথে করেছিলেন।” পেত্রো সতর্ক করে বলেন, “আমি আমার নীতির ওপর অটল থেকে মৃত্যুবরণ করব। আমি নির্যাতন সহ্য করেছি, এবং আপনার নির্যাতনও সহ্য করব। কিন্তু আপনি কখনই আমাদের ওপর কর্তৃত্ব করতে পারবেন না।”
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পেত্রো মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Leave a Reply