অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরও বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছেন তাঁরা দেশের ক্ষতি করছেন। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত।
আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছেনা অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে। অথচ তাদের হাতের কাছেই ডেভিল রয়েছে।
মির্জা আব্বাস আরও বলেন, আগস্টের ৩ থেকে ৫ তারিখের টেলিভিশন সংবাদ দেখলেই তাদের চেনা যাবে।
Leave a Reply