ইয়ানূর রহমান : প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রোটারি ক্লাবই গণতন্ত্রের চর্চা পৃথিবী জুড়ে শিখিয়ে যাচ্ছে। কারন গণতন্ত্রের চর্চাকেন্দ্র রোটারি ইন্টারন্যাশনাল। এখানে এক বছরের বেশি কেউ সভাপতি থাকতে পারেন না। নেতৃত্বের এ জাতীয় চর্চা আর কোথাও দেখা যায় না। এ জন্যই অন্যান্য সংগঠনের চেয়ে রোটারিতে সামাজিক মানুষ বেশি গড়ে ওঠে বলে তিনি মন্তব্য করেন।
গত শুক্রবার বিকেলে রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের ২১তম অভিষেক অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন রোটরি ইন্টারন্যাশনাল-৩২৮১ বাংলাদেশের ডিস্ট্রিক গভর্ণর ইঞ্জিনিয়ার এমএ ওহাব। সম্মানিত অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক গভর্ণর (২০১৯-২০) এম. খায়রুল আলম, ২০২০-২১ এর গভর্ণর এম. রুবায়েত হোসেন ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন ।
বক্তব্য রাখেন গভর্নরের উপদেষ্টা পিপি এজেডএম সালেক, এডিশনাল গভর্নর পিপি জাহিদ হাসান টুকুন, ডেপুটি গভর্ণর বাবুল কুমার কুরি, অ্যাসিসটেন্ট গভর্ণর একিউএম ফিরোজ আক্তার, ক্লাব উপদেষ্টা পিপি শফিয়ার রহমান মল্লিক, ফজলে রাব্বী মোপাসা, ডিস্ট্রিক সেক্রেটারি পিপি গিয়াস উদ্দিন খান ডালু, আইপিপি মনির হোসেন, আগামী বছরের সভাপতি জাকির হোসেন রিপন প্রমুখ। প্রোগ্রামের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পিপি খায়রুল কবীর চ ল। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের সভাপতি সোলায়মান মহি সবুজ।
পরে দু’জন কর্মজীবী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Leave a Reply