অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় ডজনখানেক রাশিয়ার সামরিক সদস্যদের স্বল্পপাল্লার ফাথ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালনার প্রশিক্ষণ দিচ্ছে ইরান। রাশিয়ায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করছে দেশটি। এছাড়াও স্যাটেলাইট নিয়ন্ত্রিত অস্ত্র সরবরাহ করে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ওপর হামলা চালানোতে সহযোগিতা করবে ইরান, এমনটি দাবি করেছে ইউরোপ ভিত্তিক গোয়েন্দা সংস্থা। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্ররা ডিসেম্বরেই তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে অস্ত্র সরবরাহ চুক্তিতে স্বাক্ষর করেছে। জানা গেছে, শীঘ্রই ফাথ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাশিয়ায় সরবরাহ করা হবে। ইরানের সরকারি সংস্থা এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন (এআইও) এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে খবরে জানানো হয়েছে।
বিভিন্ন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মতে, রাশিয়ার সামরিক কর্তারা ইরান সফর করেছেন। তাদের সামরিক বাহিনীর সদস্যদের ফাথ-৩৬০ ব্যালিস্টিক মিসাইল চালনার প্রশিক্ষণ দিচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা ১২০ কিলোমিটার এবং এটির ওজন ১৫০ কেজি। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, প্রশিক্ষণ শেষে মিসাইলগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হতে পারে।
মস্কোর নিজস্ব মিসাইল ব্যবস্থা রয়েছে। তাতে ইরানি মিসাইলের সংযোজন নির্ভুলভাবে স্বল্পপাল্লার লক্ষ্যভেদে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এতে ইউক্রেনের বিরুদ্ধে চলমান রাশিয়ান আগ্রাসন নতুন গতি পাবে বলে দাবি করেছেন রাশিয়ার এক সামরিক বিশেষজ্ঞ।
এদিকে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরান রাশিয়ায় অস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
নিউ ইয়র্কে ইরানের জাতিসংঘ মিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরান শান্তির পক্ষে। তারা রাশিয়ায় মিসাইল সরবরাহ করবে না যতদিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ না হচ্ছে।
Leave a Reply