27 Feb 2025, 09:13 am

শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনগণ ; সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গাজেলায়শৈত্যপ্রবাহেরসঙ্গেপ্রচণ্ডশীতঅনুভূতহচ্ছে।গতকালেরমতোআজশনিবারও(১৭ডিসেম্বর) এইজেলায়সর্বনিম্নতাপমাত্রারেকর্ডকরাহয়েছে।

আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকালও এই জেলায় ৯ দশমিক ৫ ডিগ্রি ছিল সর্বনিম্ন।

এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কয়েকদিন আগে থেকেই চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শৈত্য প্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়া কয়েকদিন চলবে বলেও মনে করছেন তিনি।

এদিকে, শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদীঅঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *