অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মঙ্গোলিয়ার অন্তত ১০টি প্রদেশ ভয়াবহ ঠান্ডার কবলে পড়েছে। স্থানীয় ভাষায় এ পরিস্থিতিকে ‘ডিজুড’ বলে।
দেশটির জাতীয় আবহাওয়া ও পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থা আরো বলেছে, বর্তমানে ১০টি প্রদেশের ২৩টি অঞ্চলে ‘ডিজুড’ পরিস্থিতি চলছে। অন্যদিকে ১৩টি প্রদেশের ৪১টি অঞ্চল ও সে পরিস্থিতির দিকে যাচ্ছে।
এছাড়া যাযাবর অঞ্চল হিসেবে পরিচিত মঙ্গোলিয়ার ৬০ ভাগ এলাকা বরফাচ্ছন্ন হয়ে আছে যা ৩০ সেন্টিমিটার পুরু।
তীব্র ঠান্ডা আবহাওয়া বুঝাতে মঙ্গোলিয়া ‘ডিজুড’ টার্মটি ব্যবহার করা হয় যখন ভূমি বরফে ঢেকে যায় এবং বিপুল সংখ্যক গবাদি পশু মারা যায়।
দেশটিতে চলতি বছরের ভয়ানক ঠান্ডা ও অন্যান্য কারনে প্রায় তিন লাখ ৬৬ হাজার গবাদি পশু মারা গেছে।
Leave a Reply