অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করেছে দেশটির সরকার। বুধবার আরবি ১৪৪৫ হিজরির মহররম মাসের প্রথমদিনে এটি পরিবর্তন করা হয়।
সৌদিতে ১৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মহররমের চাঁদ দেখা যায়। তারই অংশ হিসেবে পুরনোটি সরিয়ে নতুন গিলাফ বুধবার ভোরে মুড়িয়ে দেওয়া হয় কাবার চারপাশে।
কাঁচা সিল্কের নতুন গিলাফে ১২০ কেজি সোনা ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে। পবিত্র গিলাফ তৈরিতে দীর্ঘদিন সতর্কতার সঙ্গে কাজ করেছে একদল দক্ষ কারিগর।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশ সোনার তারে পবিত্র কোরআন শরিফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।
সারা দুনিয়ার মুসলিমদের কিবলা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবাঘর। এই মহিমান্বিত ঘরকে একটি গিলাফ বা বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে রাখা হয়। এই গিলাফের পারিভাষিক নাম ‘কিসওয়াহ’। কালো রেশমি কাপড়ে তৈরি গিলাফটির গায়ে স্বর্ণ দিয়ে লেখা থাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ’, ‘আল্লাহু জাল্লে জালালুহু’, ‘সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম’ ও ‘ইয়া হান্নান, ইয়া মান্নান’। সূত্র: আল আরাবিয়া
Leave a Reply