কুরস্ক পারমাণবিক স্থাপনা
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) সঙ্গে তুলনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিয়েভ সরকারকে দায়েশের সঙ্গে এই তুলনা করে আরো বলেছেন, ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিয়েভের হাতে রয়েছে। তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে পর্যন্ত জড়িয়েছে।
জাখারোভা সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সরকার ঝাপোরোজ্জিয়া ও কুরস্ক পারমাণবিক স্থাপনায় অপরাধমূলক সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে।
ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা ঝাপোরোজ্জিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থিত কুরস্ক পারমাণবিক স্থাপনাটি আকারে রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্থাপনা। ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি কুরস্ক অঞ্চল দখল করেছে।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল, কিয়েভ কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে। ওই প্রচেষ্টাকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয়। এটি আরো বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলের আকাশে ইউক্রেনের তিনটি অনুপ্রবেশকারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
Leave a Reply