অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘চীন নিজেদের মহাকাশ স্টেশন থিয়েনকুংয়ে বানর পাঠানোর পরিকল্পনা করছে। শূন্য অভিকর্ষ পরিবেশে বানর কিভাবে বেড়ে উঠতে পারে এবং বংশবিস্তার করতে পারে সে বিষয়টি পরীক্ষা করতেই এমন পরিকল্পনা করছে দেশটি। বানর নিয়ে পরীক্ষা-নিরীক্ষাটি হবে মহাকাশ স্টেশনটির সবচেয়ে বড় মডিউলে। বিজ্ঞানী ঝেং লু বলেছেন, চীনের মহাকাশ স্টেশনে মাছ এবং শামুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এখন ইঁদুর এবং বানরের ওপর পরীক্ষা হবে। -বিবিসি
Leave a Reply