April 30, 2025, 11:08 am
শিরোনামঃ
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে ; বাংলাদেশেরও প্রস্তুতি দরকার : ড. ইউনূস সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা স্টারলিংককে ১০ বছরের জন্য লাইসেন্স দিল বিটিআরসি বিদ্যুৎ সঞ্চালনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রিডের উন্নয়ন প্রয়োজন : এডিবি মানিকগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জেগৃ হকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক গাজীপুরে ছেলেকে হত্যার পর থানায় পিতার আত্মসমর্পণ দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ : কানাডার প্রধানমন্ত্রী পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিল চীন ভারত ইট মারলে আমরা পাথর মারবো : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

যার টাকায় গড়া বাড়ি সেই বাড়িতে ঢুকতে বাঁধা ; দুদিন ধরে সস্ত্রীক অবস্থান গেটে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘বিদেশে থাকাকালে প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছি। সেই টাকা দিয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে। বাড়ি নির্মাণ করেছে। বাবা ও তিন ভাই বাড়ির পাশে একটি করাত কল দিয়েছে। আমি বাড়িতে ফেরার পর আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দিয়েছে। শ্বশুরবাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়ে সেটাও বাবাকে দিয়েছি। এখন বাবা প্রায় ৩ মাস হলো তুচ্ছ ঘটনায় স্ত্রীসহ আমাকে বের করে দিয়েছে। স্ত্রীকে নিয়ে কোথায় যাব? তাই বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছি।‘

গত শনিবার এই কথাগুলো বলছিলেন রায়হান আলী নামের এক যুবক। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের উজিরমুনি গ্রামে। বাবা-মা তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় দুদিন ধরে বাড়ির মূল ফটকে স্ত্রীসহ অবস্থান করছেন তিনি। গত শুক্রবার সকাল থেকে খড়কুটো বিছিয়ে বসে আছেন তারা।

পরিবার বলছে, পরিবারের কথা না শোনা ও সম্মানহানি করার কারণে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

রায়হান আলী ওই গ্রামের আইজুল ইসলাম নামের কাঠমিস্ত্রির ছেলে। তিনি ৬ মাস আগে মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরেছেন। মালয়েশিয়ায় ৫ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন।

বাড়ির পেছনের দিকে থাকা একটি ছোট দরজা দিয়ে প্রয়োজনে যাতায়াত করছেন পরিবারের অন্য সদস্যরা। এরপর সেটিও তালাবন্ধ করে রাখছেন।

রায়হান অভিযোগ করে বলেন, ‘বিদেশ থেকে আয় করে যখন টাকা দিয়েছিলাম, তখন আমি ভালো ছিলাম। এখন বাড়িতে ফেরার পর আমি সবার কাছে খারাপ হয়ে গেছি। বাড়ির লোকজন মারপিট করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ও আমার স্ত্রী যাইনি।’

রায়হানের বাবা আইজুল ইসলাম বলেন, ছেলে ও বউমাকে বাড়িতে রাখব না। এ জন্য ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ৪ শতক জমি রেজিস্ট্রি ও ১ লাখ টাকা দিয়েছি অন্যস্থানে বাড়ি করার জন্য। ছেলে আমার ও আমার বাড়ির লোকজনের সম্মান রাখেনি। ওই ছেলেকে আমি ঘরে তুলব না।’

ভুক্তভোগী রায়হানের মা, মামা ও মামির অভিযোগ, রায়হান তাদের কথা শোনেন না। তাই তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা বলেন, এর আগেও বাবা–ছেলের মধ্যে ঝগড়া ঘটেছিল। সে সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ধরনের মীমাংসা করে দেওয়া হয়। তবে সেটা তাদের পছন্দ হয়নি। তবে রায়হানকে আবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page