02 Jan 2025, 08:01 pm

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে শামছুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাতিবিলা গ্রামের বাড়ির পাশের লিচু গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বক্স পারের ছেলে ও মহেশপুর বাজারের লেপ-তোষক ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ১ জানুয়ারী বুধবার রাতে নিজ বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ শামছুল হক। পরে রাতের কোন একসময় বাড়ির পাশের লিচু গ্রামের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পথচারীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার