20 Apr 2024, 03:48 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৮ জনে।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পাঁচুড়িয়া এলাকার মুন্নাফ (৭০) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার মতি মোল্লা (৫৫)।

ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৮৯২ জন। এর মধ্যে ২২ হাজার ৩০৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অন্তত গত তিন মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। তবে গত কিছুদিন ধরে আক্রান্তের হার কিছুটা কমেছে।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আরও ২ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৪৬১